Home লাইফস্টাইল দুর্গাপুজোর পাঁচদিনে ভুলেও করবেন না এই সমস্ত কাজ গুলি

দুর্গাপুজোর পাঁচদিনে ভুলেও করবেন না এই সমস্ত কাজ গুলি

নিউজ ডেস্ক: পুজোর এই কয়েকটি দিন অনেক নিয়ম থাকলেও কয়েকটি নিয়ম মেনে চলা আবশ‍্যক। চলুন দেখে নেই সেই নিয়মগুলি কি কি।

১)অষ্টমীর দিন অন্নগ্রহন করা চলবেনা।কালিকা পুরানের লেখা অনুযায়ী ঐ দিন অন্নগ্রহন করলে সারাবছর নেমে আসতে পারে খারাপ খবর।যেমন অসুস্থতা,দুর্ঘটনা, দুঃখ, কষ্ট,অশান্তি ইত্যাদি।
২)গঙ্গাস্নান করা উচিত গঙ্গায় যেতে না পারলে বাড়িতে গঙ্গা জলের পাত্র থেকে জল নিয়ে স্নান সারুন।এতে মনে শান্তি ও পবিত্রতা বজায় থাকে।
৩)ষষ্ঠী থেকে নবমী অবধি নিরামিষ ভোজন করুন।দেবীকে বলির ভোগ না দেওয়া অবধি আমিষ খাওয়া নিষিদ্ধ।
৪)ষষ্ঠীর দিন মায়েরা সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে পুজো দিন।দই হলুদের টিকা লাগিয়ে দিন সন্তানের কপালে।
৫)পুজোর কয়েকটি দিন স্বামী স্ত্রী শারিরীক মিলন নিষিদ্ধ। শারিরীক মিলন না করলে সম্পুর্ণ পবিত্রতা বজায় রেখে পুজো করতে পারবেন।

আরও পড়ুন :  ৫০ এর উর্ধে হলেই পেতে পারেন পেনশন, জেনে নিন এই পেনশনের ভাগ
আরও পড়ুন :  আপনি কি প্রতিনিয়ত ঝামেলায় জড়িয়ে পড়ছেন? দেখেনিন ঝামেলা থেকে মুক্তির কয়েকটি টিপস

৬)সপ্তমী ও অষ্টমীতে কোন কারনে অঞ্জলী দিতে না পারলে সন্ধিপুজোর অঞ্জলী থেকে বিরত হবেননা।সেটি অবশ‍্যই দিন।

৭)নবমী ও দশমীতে গুরজনদের পা ছুয়ে প্রনাম করে আশীর্বাদ নিন।নিয়ম আছে এই দিনে সিদ্ধি সরবত খাওয়ার তা অবশ‍্যই খান।এতে করে আপনার সারাবছর সব কাজেই সিদ্ধিলাভ হবে।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল