নিউজ ডেস্কঃ ঘরে মাকড়সার এতটাই উৎপাত যে মা কাকিমারা নাজেহাল অবস্থা পরিস্কার করতে করতে।হবে নাই বা কেন এ যে সহজে নিপাত যায়না। যতই পরিস্কার করোনা কেন দুদিন পর আবার জ্বাল বোনে মাকড়সা।ঘর দোড় আবার খারাপ হয়ে যায়।চলুন সেই মাকড়সা তাড়ানোর কয়েকটি চটজলদি টিপস দেখে নেই।
১) লেবুর রস মাকড়সা তাড়ানোর উত্তম উপায়।যেখানে মাকড়সা থাকে সেখানে লেবুর রস স্প্রে করুন।
২) বেকিং সোডা ছিটাতে পারলে দুর হবে মাকড়সা সহ অন্যান্য কীট পতঙ্গ।
৩)দুই থেকে তিনটি রসুন জলে ভিজিয়ে রাখুন দুদিন।এরপর ঐ জল মাকড়সা থাকার জায়গায় ছিটিয়ে দিন।