Home লাইফস্টাইল রাত পেরলেই লক্ষ্মী পুজো, আপনিকি লক্ষ্মী পুজো সুন্দরভাবে আলপনা দিতেচান, রইলো কয়েকটি...

রাত পেরলেই লক্ষ্মী পুজো, আপনিকি লক্ষ্মী পুজো সুন্দরভাবে আলপনা দিতেচান, রইলো কয়েকটি ডিজাইন

নিউজ ডেস্কঃ লোকশিল্পের মধ্যে একটি হলো আল্পনা।সাধারণত “এক,দুই বা দুইয়ের অধিক রঙ ব‍্যাবহার করে যে রেখাচিত্র অঙ্কন করা হয় তাকে আল্পনা বলে।” গৃহস্থ বাড়িতে কোন অনুষ্ঠান ও লক্ষী পূজোর দিনও আঙ্গিনা,দোয়াটি,ঘরের মেঝে এমনকি বাড়ির প্রবেশপথেও আল্পনা দেওয়া হয়।

আরও পড়ুন :  বাড়িতে কয়েকটি নিয়ম মেনে চলুন, যা আপনাকে সৌভাগ্যবান করে তুলবে

আল্পনা এক অন‍্যরকম সৌন্দর্য বয়ে আনে বাড়িতে।এই আল্পনার নকশা আঁকতে ব‍্যবহার করা হয় চালের গুঁড়ো ও প্রাকৃতিক রঙ আবার কখনও বা কৃত্রিম রঙ।আল্পনার অঙ্কনে থাকে লক্ষী পদচিহ্ন, ধান,পদ্মলতা,বৃত্ত রেখা,শংখরেখা ইত্যাদি।

আরও পড়ুন :  দ্বীপটিতে খাওয়া ও বাড়িঘর ফ্রিতে মেলার সাথে সাথে উল্টো পাবেন ৪৯ হাজার টাকা

সাদা রঙ করার জন্য চালের গুড়ো আর হলুদ রঙ করার জন্য হলুদ গুড়ো।এছাড়াও বর্তমানে অতি আধুনিক আলপনা আঁকতে গিয়ে ব‍্যবহার করা হচ্ছে বিভিন্ন গাছের লতা,পাতা,ফুল,ফুলের পাপড়িও।

আরও পড়ুন :  ২৯ অক্টোবর থেকে শুরু Flipkart Big Diwali Sale, জেনে নিন অফারগুলি!

তবে বর্তমানে ব‍্যস্ততার যুগে অনেক সময় এমনও হচ্ছে যে সময়ের অভাবে মানুষ রেডিমেড স্টিকার আল্পনা এনে ব‍্যবহার করছে।

আরও পড়ুন :  দুর্গাপুজোর পাঁচদিনে ভুলেও করবেন না এই সমস্ত কাজ গুলি

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল