নিউজ ডেস্কঃ লোকশিল্পের মধ্যে একটি হলো আল্পনা।সাধারণত “এক,দুই বা দুইয়ের অধিক রঙ ব্যাবহার করে যে রেখাচিত্র অঙ্কন করা হয় তাকে আল্পনা বলে।” গৃহস্থ বাড়িতে কোন অনুষ্ঠান ও লক্ষী পূজোর দিনও আঙ্গিনা,দোয়াটি,ঘরের মেঝে এমনকি বাড়ির প্রবেশপথেও আল্পনা দেওয়া হয়।
আল্পনা এক অন্যরকম সৌন্দর্য বয়ে আনে বাড়িতে।এই আল্পনার নকশা আঁকতে ব্যবহার করা হয় চালের গুঁড়ো ও প্রাকৃতিক রঙ আবার কখনও বা কৃত্রিম রঙ।আল্পনার অঙ্কনে থাকে লক্ষী পদচিহ্ন, ধান,পদ্মলতা,বৃত্ত রেখা,শংখরেখা ইত্যাদি।
সাদা রঙ করার জন্য চালের গুড়ো আর হলুদ রঙ করার জন্য হলুদ গুড়ো।এছাড়াও বর্তমানে অতি আধুনিক আলপনা আঁকতে গিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন গাছের লতা,পাতা,ফুল,ফুলের পাপড়িও।
তবে বর্তমানে ব্যস্ততার যুগে অনেক সময় এমনও হচ্ছে যে সময়ের অভাবে মানুষ রেডিমেড স্টিকার আল্পনা এনে ব্যবহার করছে।