দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ থাকবে এটা স্বাভাবিক। তবে অনেক সময় এই ঝগড়া বিবাদ এতটাই চরম মাত্রা ধারণ করে যে শেষমেশ তা বিচ্ছেদ ঘটাতে বাধ্য করে।কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু সুখী থাকা যায় দাম্পত্য জীবনে।চলুন দেখে নেই কিছু টিপস
১)দাম্পত্য জীবনে দুজন দুজনকে ভালো ভাবে আগে বুঝুন।
২) একজনের কোন কিছু বল্লে সাথে সাথে বিরুদ্ধাচরণ না করে তার মতামত চুপ করে শুনুন।
৩) ঝগড়া বিবাদ অবশ্যই ভালো।তবে কেউ হার মানবোনা এ মানসিকতা নিয়ে ঝগড়া বিবাদ অবশ্যই ঠিক নয়।
৪) সঠিকভাবে সমাধান না হলে সে ঝগড়া কিন্তু মিষ্টি হয়না।বরং তিক্ততা বেড়ে চলে দিনদিন।
৫) সবসময় ক্ষমা করে দেয় জন্য ক্ষমাটাই কি আসল সমাধান?মোটেও নয় বরং ক্ষমা হচ্ছে আপনাকে ভুল সংশোধন করার একটি করে সুযোগ দেওয়া।সুস্থ সুন্দর সম্পর্কের গোপন রহস্য ক্ষমা।
৬) আপনাকে ক্ষমা করে দেয় আপনার সঙ্গী তার মানে এই নয় যে আপনার দেওয়া দুঃখ সে ভুলে গেছে বা আঘাত পায়নি বরং দিনশেষে আপনাকে ক্ষমা করে দেয় মানে আপনাকে সে ভীষণ ভালোবাসে।
৭) এমনটি নয় যে আপনি সবসময় ভুল করবেন আর আপনার সঙ্গী আপনাকে ক্ষমা করবে।এমনও হতে পারে সে ভুল করতে পারে আপনাকেও তাকে ক্ষমা করার মানসিকতা রাখতে হবে।
৮) দুজন দুজনের ভালো লাগা মন্দ লাগা বুঝতে হবে।
৯) দুজনের উচিত সবসময় সমস্যার মিষ্টিভাবে সমাধান করা তবেই সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।