Home লাইফস্টাইল রহস্যময়ী নারীর চরিত্র লুকিয়ে আছে নাভীতেই।

রহস্যময়ী নারীর চরিত্র লুকিয়ে আছে নাভীতেই।

নিউজ ডেস্কঃ নারীদের শরীরের প্রতিটি অঙ্গ নিয়ে পুরুষের মনে কৌতহলের শেষ নেই।তবে আপনি কি জানেন নারীদের চরিত্র বোঝা যায় নারীর নাভির আকার দেখেই।নারীর বাহ‍্যিক সৌন্দর্যই শেষ কথা নয়।একটা নারীকে বুঝতে হলে তার নাভির আকৃতি অবশ্যই জানতে হবে।আকৃতি বলতে যেমন-নাভির গভীরতা,চ‍্যাপ্টা,লম্বা,উচু,নিচু খাঁজ,ভাজ ইত্যাদি।নারীর নাভি সম্পর্কে বিশেষ কিছু তথ‍্য নিচে দেওয়া হলো দেখে নিন আপনিও।

আরও পড়ুন :  আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলুন এই ক্রিসমাসে, রইল টিপস

বাইরে বেরিয়ে থাকা নাভি : যে নারীর নাভি বাইরের দিকে বেরিয়ে থাকে।সেই নারী ভীষণ সৌভাগ্যবতী হয়।যেখানে থাকেন এই নারি সেখানে পরিপূর্ণ ধন সম্পদে ভরে যায় বাড়ি।

গোলাকৃতি নাভি : সংসার জীবনে এই ধরনের নারী সুখ সমৃদ্ধি নিয়ে আসে।মন খুব সরল ও সাদাসিধে হয়।শাস্ত্রমতে এই নারী খুব ভালো।

আরও পড়ুন :  সোমবার কোন পাঁচটি বিষয়ে দান করা উচিৎ,যাতে জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে !

চন্দ্রাকার নাভি : শাস্ত্রমতে এই নারীদের থেকে দুরে থাকাই ভালো।কারন এই নারীরা কাউকেই মন থেকে বিশ্বাস করতে পারেনা।

আরও পড়ুন :  ৫০ টাকার জন্য ১২ ঘণ্টা কাজ করতেন কারখানায়, শুনুন এই সেনার জীবন গল্প

গভীর নাভি : এই নারীরা খুব ভালোভাবে সবার সাথে মিশতে পারে।বন্ধুত্ গড়ে তুলতে এই নারীদের জুড়ি মেলা ভার।এরা কখনও প্রতারণা করে না আপনজনের সাথে।

আরও পড়ুন :  ৫০ টাকার জন্য ১২ ঘণ্টা কাজ করতেন কারখানায়, শুনুন এই সেনার জীবন গল্প

সেন্সিটিভ নাভি :সেন্সিটিভ নাভির নারীরা সদা হাসিখুশি হয়।এদের মন সরল হয়।

নাভির ভিতরের অংশ বাইরে বেরিয়ে থাকা নাভি : এই প্রকৃতির নারীদের মা হতে সমস্যা হয় এমনটাই লিখা আছে শাস্ত্রে।এছাড়া এই নারী ভীষণ কঠোর।এরা সবসময় নিজের সবকিছু ঠিক বলে মনে করে।অন‍্যের মতামত তেমন মূল‍্য দিতে রাজি নয়।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল