Home লাইফস্টাইল এবার এই গান শুনে মশা 'মাতাল' হবে

এবার এই গান শুনে মশা ‘মাতাল’ হবে

নিউজ ডেস্কঃ অবসর সময় একটু গান শুনতে কে না ভালোবাসে। কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই কম বেশী অবসরে গান শোনেন।নিজের মনে কখনও গুনগুন করেন সেই গান। কিন্তু মশার কামড় থেকে মুক্তি পেতে গান!হ্যা ঘটনা এমনই এই গানে মশা মাতাল হয়ে যাবে এমনটাই বলছে একদল বিশেষজ্ঞ।

আরও পড়ুন :  ব্যক্তির নখের আকৃতি ও নখের উপরে অর্ধচন্দ্র চিহ্ন, জানান দেয় আগাম ভবিষ্যৎ ব্যক্তিত্ব ও স্বাস্থ্য সম্পর্কে

গবেষকদের কথায়,”মশার কামড় রোধে এই ডাবস্টেপ মিউজিক ভালো ফল দেয়। সুরের এতটাই মূর্ছনা যে মশা নেচে গেয়ে এরা এতটাই মশগুল হয়ে যায় যে শেষমেষ কামড় বসানোর কথা ভুলে যায়। “গবেষকরা তাদের গবেষণাপত্রে বলেছেন অনেক প্রানীর প্রযোনন ও অভিযোজন এর জন্য শব্দের ভূমিকা অনস্বীকার্য।

আরও পড়ুন :  চোখের মধ্যে থেকে টেনে টেনে বের করলেন কৃমি ডাক্তাররা, দেখুন ভিডিও

শোরগোল মশার মিলনে বাধা দেয় উল্টোদিকে নিম্ন কম্পাংকের আওয়াজ মশার যৌন মিলনে সাহায্য করে।গবেষণায় দেখা গেছে সংগীত বিনোদিত পরিবেশে মশারা কামরায় কম কারন তাদের মনযোগ থাকে তখন খেলাধুলায়। তাই গবেষকরা মনে করছেন স্প্রের বদলে ডাবস্টেপ বেশী কার্যকরী হবে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য।জানা গিয়েছে এই ডাবস্টেপ পরিবেশের কোনরকশ ক্ষতিও করবেনা।

আরও পড়ুন :  এবার বাইক বা স্কুটি মিলবে মাত্র ১ টাকায়, দুর্দান্ত অফার

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল