Home লাইফস্টাইল যৌনকর্মী কাছে পুরুষদের কী কী চাহিদা থাকে ফাঁস করলেন এক যৌনকর্মী

যৌনকর্মী কাছে পুরুষদের কী কী চাহিদা থাকে ফাঁস করলেন এক যৌনকর্মী

‘যৌনকর্মী’ নামটার সাথে সকলেই কম বেশি পরিচিত।এই পেশায় মহিলারা সহজে আসেননা।কেউ আসেন চাপে পড়ে তো কেউ আসেন চরম আর্থিক অনটনের খাতিরে।

যাই হোক সমাজের এক শ্রেণীর পুরুষরা আবার এই পেশার মহিলাদের কাছে আসেন।তবে অনেকেই জানেননা এই মহিলাদের কাছে এসে কি কি ধরনের চাহিদা থাকে পুরুষদের।

sex workers

সেই কথা জানালেন এক যৌনকর্মী।তিনি তুলে ধরলেন কয়েকটি বিশেষ দিনের কথা।

জানালেন এক শনিবার রাতে তিনি চামড়ার বুট পড়ে দাড়িয়েছিলেন।হঠাৎই এক খদ্দের এসে তার বুটে চাটতে শুরু করেন কিছু বুঝে ওঠার আগেই ঐ খদ্দের তার হাতে টাকা ধরিয়ে সেখান থেকে চলে যান।

আরও পড়ুন :  আপনি কি প্রতিনিয়ত ঝামেলায় জড়িয়ে পড়ছেন? দেখেনিন ঝামেলা থেকে মুক্তির কয়েকটি টিপস

এরপর বলেন একবার তিনি খদ্দেরের সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার পর জানতে পারেন সেই খদ্দের ঘরে দুটো ফুটো করে রেখেছে যাতে তার বন্ধুরাও ঐ মূহুর্তটাকে উপভোগ করতে পারে।

আর পড়ুনঃ

আরও পড়ুন :  আপনার দাম্পত্য জীবন সুখী থাকার কিছু টিপস
আরও পড়ুন :  দ্বীপটিতে খাওয়া ও বাড়িঘর ফ্রিতে মেলার সাথে সাথে উল্টো পাবেন ৪৯ হাজার টাকা

ডিকে নামের এক ব‍্যাক্তি নিজের বিজনেস ট্রিপে ঐ মহিলাকে একবার সঙ্গে করে নিয়ে গেলেও কখনও সঙ্গমে লিপ্ত হয়নি। এমনকি এক বিছানায় শোয়া সত‍্যেও তিনি তাকে একবারো স্পর্শ করেনি।

আবার এমন অভিজ্ঞতাও হয়েছে যে খদ্দের বিছানায় শুয়েও কখনও তাদের জোর করেনি কিছু করতে।

তিনি আরো বলেন খদ্দেরের না ছোয়ার পেছনে দুটি কারণ থাকতে পারে।
প্রথমত:
তারা হয়তো ভাবতেন তাদের তুলনায় আমার একঘন্টায় আয় বেশী তাই তারা আমায় সম্মান করতেন।

আরও পড়ুন :  দ্বীপটিতে খাওয়া ও বাড়িঘর ফ্রিতে মেলার সাথে সাথে উল্টো পাবেন ৪৯ হাজার টাকা

দ্বিতীয়ত:
তারা হয়তো ভাবতেন যে টাকা যখন দিয়েছি জোর না করলেও এমনিতেই পাবো।

আবার এক খদ্দের তার সাথে নিজের হার্ডওয়্যার স্টোরে নিয়মিত মিলিত হতেন ও প্রতি সপ্তাহে নিয়মিত টাকাও পাঠিয়ে দিতেন।এরপর ঐ যৌনকর্মী বলেন,তিনি ছিলেন আমার বাবার মতো।

অন‍্যদিকে কমবয়সী খদ্দেরের ব‍্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা নিজেদের খুব ওভারস্মার্ট ভাবতো এবং সঠিক দাম তো দিতোইনা উল্টে কখনও কখনও টাকা চুরি করে পালাতো।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল