Local train cancel – আজ থেকে শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল! বনগাঁ,হাসনাবাদ ও ডানকুনি সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল।

Advertisements

Local train cancel – ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া হয়ত দুষ্কর ব্যাপার। ট্রেনে ভ্রমণ, সে দূরের বা কাছের ভ্রমণ হোক সবার কাছেই সবচেয়ে প্রিয়। কারণ ট্রেনের কুউউউ ঝিক ঝিক শব্দ যেন একটা আলাদা ভালোলাগা কাজ করে। আর তাছাড়া ট্রেনের মতো আরামের ভ্রমণ আর কীই বা আছে। এমনকী খুব সস্তাতেই যাত্রা করা যায় ট্রেনে। অন্য যে কোনও পরিবহনের তুলনায় ট্রেনে ভ্রমণ করা অনেকটাই সহজ, সুলভ এবং সুবিধাজনক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন।

ভারতীয় রেল যাত্রার সময় তার প্রতিটি যাত্রীর সুবিধার বিশেষ যত্ন নেয়। ট্রেনে যাতায়াতের সময় কোনও যাত্রীকে যাতে সমস্যার সম্মুখীন হতে না হয় তার দায়িত্ব নেয় ভারতীয় রেলওয়ে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ হোক কিংবা কাছের বেশির ভাগ মানুষ ট্রেন যাত্রাকেই বেছে নেন। স্কুল,কলেজ, অফিস এসবে যাতায়াতের জন্য রয়েছে লোকাল ট্রেন।নিত্যযাত্রীদের ভিড় দেখা যায় লোকাল ট্রেনে। কোন কারনে লোকাল ট্রেন বাতিল (Local train cancel) হলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। সপ্তাহান্তে ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। কারন শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।যার জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে।

Advertisements

আরও পড়ুন –  ২০০০ টাকার নোট নিয়ে খুশির খবর দিলো সুপ্রিম কোর্ট

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন শনি ও রবিবার শিয়ালদা (Sealdah) শাখায় একাধিক ট্রেন বাতিল (Local train cancel) করা হয়েছে। দমদম স্টেশনে লাইন মেরামতির জন্য ওই দুদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর আগেও চলতি মাসেই লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়। একাধিক ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত বা রুট বদল করা হয়েছিল। ফের একবার শিয়ালদহ শাখায় শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল (Local train cancel) করা হয়েছে।

একাধিক ট্রেন বাতিলের (Local train cancel) কারন?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে দমদম স্টেশনে লাইন মেরামতির কাজ চলছে, সেই জন্য ওই দুদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদা (Sealdah) শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

কবে থেকে ট্রেন বাতিল হচ্ছে?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাত সাড়ে ৯টা থেকে লাইন মেরামতির কাজ চলবে।এই কাজ রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।তাই এই দুদিন শিয়ালদা, বনগাঁ, হাবড়া, ডানকুনি, হাসনাবাদ ও দত্তপুকুর থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।

শনিবার কোন কোন ট্রেন বাতিল (Local train cancel) হচ্ছে?

১) শনিবার শিয়ালদা থেকে যে ট্রেনগুলি বাতিল হচ্ছে- 33857,33861,32247,
২) বনগাঁ থেকে যে ট্রেন বাতিল হচ্ছে- 33854, 33858,
৩) ডানকুনি থেকে যে ট্রেন বাতিল হচ্ছে- 32250,

রবিবার কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?

১) রবিবার শিয়ালদা থেকে যে সব ট্রেন বাতিল হচ্ছে – 33815, 33819, 33821,33651,33653, 33511, 33515, 32213, 32217, 32221, 33613, 33431,
২) রবিবার বনগাঁ থেকে যে ট্রেন বাতিল হচ্ছে – 33816, 33820, 33822,
৩) হাবরা থেকে যে ট্রেন বাতিল হচ্ছে – 33652, 33654,
৪) রবিবার হাসনাবাদ থেকে যে সব ট্রেন বাতিল হচ্ছে – 33512, 33516,
৫) ডানকুনি থেকে যে সব ট্রেন বাতিল হচ্ছে – 32214, 32218, 32222,
৬) দত্তপুকুর থেকে যে ট্রেন বাতিল হচ্ছে – 33612, 33616,
৭) রবিবার বারাসাত থেকে যে সব ট্রেন বাতিল হচ্ছে – 33432,

Local train cancel
Advertisements

এছাড়াও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে রবিবার ১৬ জুলাই 33357 বারাসাত-দত্তপুকুর লোকাল সকাল ৭টা ২ মিনিটের পরিবর্তে বারাসাত থেকে ৮টা ১০ মিনিটে ছাড়বে।

আরও পড়ুন – DA case update – বকেয়া ডিএ কি পাচ্ছেন সরকারি কর্মীরা? সুপ্রিম শুনানিতে নতুন আপডেট, এক্ষুনি জানুন

Advertisements
Join Join