কৃষক দিবসে মমতা ব্যানার্জী আবার কৃষকদের পাশে থাকার বার্তা, সিংঘু সীমান্তে যেতে পারেন তিনি

নিউজ ডেস্কঃ জাতীয় কৃষক দিবসে মমতা ব্যানার্জী আবার কৃষকদের পাশে।মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পাঁচ সাংসদের একটি দল আজ আবার পৌঁছে গেল রাজধানী দিল্লির সিংঘু সীমান্তে বিক্ষুব্ধ, অনশনরত কৃষকদের কাছে। দলটিতে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়,প্রতিমা মণ্ডল এবং মহম্মদ নাদিমূল হক।
সেখানে কৃষকদের সঙ্গে দফায় দফায় কথা চালিয়েছেন এই তৃণমূল সাংসদরা। কৃষকদের প্রতিনিধিদের একটি দলের সঙ্গে এক সাংসদের ফোন থেকে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিতি চাইছেন ওই আন্দোলন মঞ্চে। চাইছেন, নয়া কৃষিবিল প্রত্যাহারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন।
কৃষকদের অনুরােধে মমতা জানিয়েছেন, তিনি কৃষকদের পাশেই আছেন। শুধু তাই নয়, মমতা বলেছেন, যাঁরা দেশের মানুষের অন্ন জোগান, আজ তাঁদেরই অনশনে থাকতে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।
ডেরেক আন্দোলনরত কৃষকদের জানিয়েছেন, মমতা বরাবরই কৃষকদের সঙ্গে আছেন এবং থাকবেন। কৃষকদের জন্য তিনি ২৬ দিন অনশন করেছিলেন।