ভয়ঙ্কর কাণ্ড চিড়িয়াখানায় সিংহের খাঁচায় সাধুর বেশে ব্যক্তি, গুরুতর জখম ভর্তি হাসপাতালে

শুক্রবার আলিপুর চিড়িয়াখানায় সাতসকালে সিংহের খাঁচায় আচমকাই ঢুকে বিপত্তি ঘটালেন এক ব্যক্তি।কোনও কিছু বুঝে নেওয়ার আগেই তার উপর থাবা বসায় সিংহ। নিরাপত্তারক্ষীদের চোখে পড়তেই তাঁকে উদ্ধার করেন।গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একজন ভবঘুরেকে চিড়িয়াখানায় ঘােরাঘুরি করতে দেখা যায়। পরে হঠাৎই এনক্লোজার বেয়ে উপরে উঠে জাল টপকে ভিতরে ঢুকে পড়েন সাধুর বেশে থাকা ওই ব্যক্তি।তখন একটি সিংহ ছাড়া থাকায় তার আক্রমণের মুখে পড়েন ওই ব্যক্তি। তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি।
তাঁর নাম গৌতম গুছাইত। তাঁকে ঘাড় ধরে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই ব্যক্তি।তাঁর ডান পা, ডান কাঁধে, ও কোমরেও চোট রয়েছে।এর আগেও চিড়িয়াখানার বাঘ শিবার খাঁচায় মালা হাতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃত্যু হয়।কিন্তু এই ঘটনায় ফের চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।যদিও এ বিষয়ে এখনও চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আপাতত মনে হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কিন্তু তাতেও প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি ঢুকে পড়লেন?