Advertisement

Mika-Nusrat – OMG! অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম নিবেদন করলেন এক গায়ককে?

Advertisement

অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে চর্চার শেষ নেই। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ২০১৯ সালের জুন মাসে নিখিল জৈনকে বিয়ে করেছিলেন। যদিও তাদের এই বিয়ের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের কিছুদিন পরেই নুসরত অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমে পড়েন। এরপর ২০২১ সালের এই অভিনেত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান জন্মানোর পরেই নানা বিতর্ক শুরু হয় নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে।

Advertisement

কারণ নুসরতের সন্তান জন্মানোর সময়ও খাতায় কলমে নিখিল জৈনকেই সকলে নুসরতের স্বামী হিসাবে জানত। পরে অবশ্য আদালত নুসরত-নিখিলের বিয়েকে অবৈধ বলে ঘোষণা করে। নুসরতের ছেলে ইশান যে যশের সন্তান তা ছেলের জন্মের পর সকলকে স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। শুধু তাই নয় অভিনেত্রী নুসরত যশকে নিজের স্বামী বলেই পরিচয় দিয়েছিলেন। যদিও তারা কবে কোথায় বিয়ে করেছেন তা জানা যায় না।

আরও পড়ুন- Ullu Web Series Watchman – ওয়াচম্যানের সঙ্গে মালকিন এর বোল্ড সিন ! উড়তে পারে আপনার রাতের ঘুম।

ফের নতুন সূত্র ধরে আপাতত একাংশের মাঝে চর্চিত এই তৃণমূল সাংসদ। টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক গায়ককে নিজের ভালোবাসা কথা জানালেন। নুসরত একটি ভিডিও শেয়ার করে গায়ককে নিজের ভালবাসা পাঠালেন। অভিনেত্রীর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই দ্রুত গতিতে তা ভাইরাল হয়ে যায়।

নুসরাত জাহান গায়ক মিকা সিংকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন মিকা সিং। সম্প্রতি বসিরহাট কলেজের নবীনবরণ উৎসবে পারফর্ম করতে এসেছিলেন মিকা সিং। তাঁকে স্বাগত জানাতে বসিরহাটে পৌঁছেছিলেন নুসরত জাহান। অভিনেত্রী নুসরত তথা সাংসদ বসিরহাট কলেজের পরিচালন সমিতির সভাপতিও তিনি।

আরও পড়ুন –2023 এর যৌনতায় ভরা কিছু সেরা Web series

সেই অনুষ্ঠানেই সঙ্গীত শিল্পী মিকার অনুরোধেই মঞ্চে আসেন অভিনেত্রী। মঞ্চে এসে মিকার গানের সাথে নাচের তালে পা মেলান নুসরত। শুধু তাই নয় মঞ্চে মিকা বলেন ‘আমি প্রথম এমন সাংসদ দেখলাম যিনি এতটা ফিট। একথা বলেই গান গাইতে শুরু করেন মিকা “ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড। এই গানের তালেই মঞ্চে নাচ করেছেন নুসরত। শুধু নাচ করেই থেমে থাকেননি এই অভিনেত্রী মিকার সঙ্গে ‘টেল মি সামথিং গানে গলাও মেলাতে দেখা গিয়েছে নুসরতকে।

নাচে-গানে জমজমাট সেই রাতের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী।আর মিকা সিং এর উদ্দেশ্যে সাংসদ লিখেছেন ‘বসিরহাটের মানুষ আপনার গানে সত্যিই পাগল হয়ে গিয়েছিল,আপনার জন্য অনেক ভালবাসা রইল।এর পাশাপাশি সমগ্র বসিরহাটের মানুষদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন।অভিনেত্রী তথা সাংসদ নুসরত আপাতত সেই ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে চর্চায় রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button