করনাকে জয় করে বছরের শুরুতে ফের বাংলায় আসছেন নাড্ডা

নয়াদিল্লি ও কলকাতা: সামনেই বিধানসভা ভোট।আর এই ভোটকে কেন্দ্র করেই বাংলায় আসছেন দেশের বিভিন্ন প্রান্তের হেবিওয়েট নেতারা। একুশের নির্বাচনে বাংলায় ২০০ টি আসন জয় করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির।
আর তাই নতুন বছর পরতেই রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ ও ১০ জানুয়ারিতে কোলকাতায় থাকবেন তিনি।দুদিনের সফরে বোলপুর যাওয়ারও কথা আছে তার।
বঙ্গসফরে আসার তালিকায় সবচেয়ে উপরের তালিকায় আছে অমিত শা।এছাড়াও জে পি নাড্ডা প্রতিমাসে একবার বঙ্গসফরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু ডিসেম্বর মাসে বাংলায় আসার পর তার কনভয়ে হামলা ও কোলকাতায় ফেরার পর করোনা সংক্রমনের ফলে কার্যত গৃহবন্দী হয়ে পরেন তিনি।যার কারণে এরমধ্যে কোন দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাকে।এদিকে কেন্দ্রীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী জানুয়ারিতে বঙ্গসফরের সিদ্ধান্ত নিয়েছেন নাড্ডা।পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই জানুয়ারীর ৯ ও ১০ তারিখে আসতে পারেন কোলকাতায়।