রেশন প্রাপকদের জন্য চালু হতে চলেছে নতুন নিয়ম! কি কি নিয়ম জেনে নিন বিস্তারিত।

বর্তমান পরিস্থিতিতে অনেকের আয় কমেছে বা রোজগার বন্ধ হয়েছে।সে কথা মাথায় রেখেই মূখ্যমন্ত্রীর নির্দেশে হতে চলেছে রেশন ব্যবস্থায় পরিবর্তন।
নয়া এই পরিবর্তনে রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতামূলক করা হচ্ছে।এই ব্যবস্থায় ঐ রেশন কার্ড দিয়ে যে কোন জায়গা থেকে তোলা যাবে রেশন।খাদ্য দপ্তরের লক্ষ্য আগামী আগষ্ট মাসের মধ্যে সমস্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ।সেকারণে সরলীকরণে ইতিমধ্যে একটি অ্যাপ তৈরী করেছে খাদ্য দপ্তর।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন ই-কার্ডে রেশন খাদ্য দপ্তরের পোর্টালে রেশনের আবেদন করার পর অনুমোদন এসে গেলেই তা দেখিয়ে রেশন তুলতে পারবেন গ্রাহকেরা। এছাড়া কোভিড পরিস্থিতির কথা চিন্তা করে রেশন প্রাপকের ক্রাইটেরিয়াতেও পরিবর্তন আনার জন্য তৈরী করা হচ্ছে কমিটি।আর এই কমিটির সিদ্ধান্ত অনুসারে ভর্তুকির রেশন কারা পাবে তা জানিয়ে দেবেন কমিটির সদস্যরা।