তবে কি উঠে যাবে মাধ্যমিক পরীক্ষা ? শুরু হবে নতুন শিক্ষা নীতি।

উঠে যাবে মাধ্যমিক পরীক্ষা! বেশ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে বর্তমানে গ্রাজুয়েশন তিন বছরের জায়গায় চার বছর করে দেওয়া হবে। এবার আবারো নতুন সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিকের বোর্ড পরীক্ষা তুলে দিতে চলেছে তারা। স্কুলের অভ্যন্তরে বাকি পরীক্ষাগুলোর মতোই এবারে ক্লাস টেনের পরীক্ষা হবে।

Advertisements

ভারতবর্ষে এসেছে এক নতুন শিক্ষানীতি যে শিক্ষা নীতি অনুযায়ী, ১০+২ শিক্ষানীতি তুলে দেওয়ার আইন ও ইতি মধ্যে পাশ হয়ে গিয়েছে। ভারতের বহু রাজ্য এই নতুন শিক্ষানীতি গ্রহণ করেও নিয়েছে। ইতিমধ্যে এই নতুন শিক্ষানীতি তে ইউজিসির নির্দেশ মতো গ্রাজুয়েশন তিন বছর থেকে চার বছর করে দেওয়ার কথা বলা হয়েছে। এর মূল কারণ হলো তিন বছরের গ্রেজুয়েশন ভারতের বাইরে কোন দেশে স্বীকৃতি পায় না।

আরও পড়ুন – Summer vacation – ফের গরমের ছুটি বাড়তে পারে! নোটিশ জারি পশ্চিমবঙ্গ সরকারের।

সেই নির্দেশ মতো পশ্চিমবঙ্গ সরকার গ্রাজুয়েশন কি ইতিমধ্যে তিন বছর থেকে চার বছরের কোর্স হিসাবে তৈরি করে দিয়েছে। এবার এই নতুন শিক্ষানীতির পালা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছে SEBA, AHSEC এই দুটি পথ এক হয়ে একটি সিঙ্গেল বোর্ড তৈরি হয়েছে। তারা এই নতুন নিয়মের কাউন্সিলিং করবে। আসাম ইতিমধ্যেই এই নতুন শিক্ষানীতি চালু করে দিয়েছে।

Advertisements

এই নতুন শিক্ষানীতি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস টেনের বোর্ড পরীক্ষা আর থাকবে না কিন্তু একথা ঠিক ক্লাস টেনে পাস করে তবেই ছাত্রছাত্রীরা টুয়েলভে উঠতে পারবে এবং তারপর ধাপে ধাপে কলেজ, ইউনিভার্সিটি প্রবৃতিতে ভর্তি হবে। ধাপে ধাপে শিক্ষানীতি তে পরিবর্তন আনা হবে। আসাম ছাড়াও ভারতের আরো বহু রাজ্যে এই নতুন শিক্ষানীতির শুরু হতে চলেছে।

ইতিমধ্যেই নতুন শিক্ষা নীতি অনুযায়ী পশ্চিমবঙ্গে গ্রাজুয়েশন কে তিন বছরের জায়গায় চার বছরের কোর্স করে দেওয়া হয়েছে। এবং মাস্টার্সকে দু বছরের জায়গায় এক বছরের কোর্সে পরিণত করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে বাকি রাজ্যগুলিতেও এই ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেকে মনে করছে এই নতুন ব্যবস্থা আসলে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করে দেওয়ার চেষ্টা করছে সরকার, আবার অনেকে মনে করছে এই নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কাঠামো আরো বেশি উন্নতি পাবে।

তবে এখন দেখার বিষয় পুরানো শিক্ষানীতি ভারতে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে এই নতুন শিক্ষানীতি শুরু হতে কতটা সময় লাগে, এবং এই নতুন শিক্ষানীতি তে সত্যিই শিক্ষা কাঠামোর কোন উন্নতি ঘটে কিনা!

আরও পড়ুন – Primary TET 2023 – পশ্চিমবঙ্গে টেট পরীক্ষায় নতুন নিয়ম! কি কি পরিবর্তন আনতে চলেছে কমিশন।

Advertisements
Join Join