Uncategorized

এইসব দেশে দেখা মেলেনা কোনো সাপের!কিন্তু কেন?

এইসব দেশে দেখা মেলেনা কোনো সাপের!কিন্তু কেন

কথিত আছে সেন্ট প‍্যাট্রিক আয়ারল্যান্ডে খ্রীষ্টধর্ম প্রচারের পাশাপাশি সেখানকার সমস্ত সাপকে তাড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু প্রশ্ন হলো এমনটা কেন হলো ?বরফযুগে আয়ারল্যান্ড ও ইংল‍্যান্ড মতো দেশদুটি এতটাই ঠান্ডা ছিলো যে সাপের মতো ঠান্ডা রক্তের প্রানীদের বসবাসের যোগ্য জায়গা ছিলো ঐ দেশদুটি।কিন্তু এরপর আজ থেকে প্রায় ১০ হাজার বছর পূর্বে যখন হিমবাহ স্থানান্তরিত হতে শুরু করে এরফলে ইংল্যান্ড ও আয়ারল‍্যান্ড যুক্ত হলে বাদামী ভাল্লুক, বনবিড়াল ও বন‍্য শুকর বসতি স্থাপন করে।

আরও পড়ুন :  নভেম্বর মাসে কালীপুজো ও ভাইফোঁটা, দেখুন এই মাসের উৎসবের তালিকা

৮৫০০ বছর আগে হিমবাহ গলতে শুরু করলে আয়ারল্যান্ড ও ইংল‍্যান্ডের মধ‍্যেকার ভূমি জলের তলায় চলে যায়।কিন্তু এর আরো পরে ৬৫০০ বছর আগে ব্রিটেন ও ইউরোপের মধ‍্যেকার ভূমি জলের নিচে যায়।এই সময়ে সাপেরা ইংল‍্যান্ডে প্রবেশের যথেষ্ট সময় পায়।

কিন্তু বাস্তবে আয়ারল্যান্ডে কখনও সাপ ছিলো না আর এই দেশে কখনও সাপের জীবাশ্মরও দেখা পাওয়া যায়নি।প্রকৃতপক্ষে হাজার হাজার বছর ধরে আয়ারল‍্যান্ড ও ইংল‍্যান্ডে কোনো সাপই ছিলো না।যদিও পরে তিন প্রজাতির সাপের আবাসস্থল গড়ে ওঠে ইংল‍্যান্ড।এরা হলো স্মুথ স্নেক,অ্যাডার স্নেক,গ্রাস স্নেক ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button