এবার মেয়ের বিয়েতে পেতে পারেন ১০ গ্রাম সোনা ! ‘অরুন্ধতী গোল্ড স্কিম’

নিউজ ডেস্কঃ আজকের মতো দিনেও অনেক কন্যাদায়গ্রস্থ পিতা তার আদরের দুলালী মেয়েকে বিয়ে দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হন।তারমধ্যে বড় সমস্যা হলো কন্যার গয়না।মধ্যবিত্তের ঘরের মেয়ের বাবার গয়না গড়াতে গিয়ে নাজেহাল অবস্থার সম্মুখীন হন।তবে এবার তাদের কথা ভেবেই একটি অভিনব প্রকল্প নিয়ে এলো আসাম সরকার।যার নাম ‘অরুন্ধতী গোল্ড স্কিম।’এই স্কিমে মেয়েদের বিয়ের জন্য ১০ গ্রাম সোনা
তবে এই স্কিমে আবেদন করতে হলে মেয়ের বয়স হতে ১৮ বছর এবং বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও মেয়ের বাড়ির ইনকাম ৫ লক্ষ টাকার কম হতে হবে।
এছাড়াও এই স্কিমের সুযোগ শুধুমাত্র প্রথম বিয়ের সময় পাওয়া যাবে।
অন্যদিকে ছেলের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ এবং বিয়ে হতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ এর রেজিস্টার অনুযায়ী। আবেদন করা যাবে যেদিন বিয়ের রেজিস্ট্রেশন হবে সেদিন।
আবেদন করবেন কিভাবে দেখে নেওয়া যাক।
১/ স্কিমের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
২/এরজন্য revenueassam.nic.in লিঙ্কে গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।
৩/এরপর প্রিন্ট আউট নিয়ে জমা করতে হবে।
৪/ফর্ম সাবমিট করার পর একটি রসিদ সংগ্রহ করতে হবে।
৫/এরপর আবেদন জমা হয়েছে কিনা তা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৬/আবেদন গৃহিত হলে বর্তমানে ১০ গ্রাম সোনার দাম এর মূল্য অঙ্কের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
এই স্কিমের মূল উদ্দেশ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা তবে সোনা দিয়ে যেমন আর্থিকভাবে কিছু উন্নতি সম্ভব হবে তেমনি উপকৃত হবেন কিছু সাধারণ মানুষ।