SBI Careers – চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগ করবে। সারা দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখাগুলিতে (SBI Careers) প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
পদ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সের মাপদণ্ড, নির্বাচন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে আলোচনা করা হল। তাই সময় নষ্ট না করে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পরে, Official SBI Careers Notification দেখে আবেদন করুন।
SBI Careers New Recruitment 2023.
নিয়োগ সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
শূন্যপদের নাম | ১) Manager, ২)Deputy Manager, ৩) Assistant Manager সহ আরও বেশ কিছু পদ রয়েছে। |
মোট শূন্যপদ | ২১৭ টি |
আবেদনের শেষ তারিখ | ১৯/০৫/২০২৩ |
আরও পড়ুন – অবসর বয়সে হন লাখপতি ! বিনিয়োগ করুন কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিমে। – NPS Pension 2023.
SBI Careers মোট শূন্যপদ ও শূন্যপদের নাম।
সারা দেশ জুড়ে গড়ে ওঠা শাখাগুলিতে সব মিলিয়ে মোট ২১৭ টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
১) Manager,
২)Deputy Manager,
৩)Assistant Manager সহ আরও বেশ কিছু পদ রয়েছে।
আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা।
উপরিউক্ত SBI Careers শূন্যপদগুলিতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে BCA/B. Tech/M. Tech / Information and Technology/Software Engineering/Computer Science/Electronics and Communication Engineering এ ডিগ্রি কোর্স Complete করে থাকতে হবে। সেই সঙ্গে যে পদের জন্য আবেদন করবেন সেই পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও মাসিক বেতন।
SBI Careers উল্লেখিত প্রতিটি পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। প্রতিটি পদের ক্ষেত্রেই নির্বাচিত প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি বা How to Apply SBI Careers.
উল্লেখিত শূন্যপদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন-
১) প্রথমে আবেদনকারীকে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in অথবা https://sbi.co.in/web/careers এ ভিজিট করতে হবে।
২) সেখানে গিয়ে SBI Careers অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে SBI এর পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে User Id Password দেওয়া হবে।
৫) এই User Id ও Password দিয়ে Login করলে অনলাইন আবেদন পত্র আসবে।
৬) আবেদনপত্রের নির্দিষ্ট স্থান অনুযায়ী নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ই-মেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আবেদন পত্রটি পূরন করতে হবে।
৭) এরপর সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৮) এরপর নির্দিষ্ট পরিমাণ আবেদন মূল্য জমা দিতে হবে।
৯) সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
১০) এরপর পূরণ করা আবেদনপত্র ও আবেদন মূল্যের রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস।
আবেদনের ক্ষেত্রে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
- ১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- ২) পরিচয় পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড।
- ৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
- ৪) কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)।
- ৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
- ৬) পাসপোর্ট সাইজের ফটো।
- ৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার।
- ৮) লেফট থাম্ব ইমপ্রেশন।
- ৯) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট।
আবেদন মূল্য (Application Fee).
উল্লেখিত SBI Careers পদগুলির মধ্যে যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ৭৫০ টাকা করে আবেদন মুল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।তবে SC, ST শ্রেনির প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ।
উল্লেখিত SBI Careers শূন্যপদ গুলির জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবেদন চলবে ১৯/০৫/২০২৩ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস ভালো করে যাচাই করা হবে। এরপর প্রার্থীদের প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এতে যারা যারা সফল হবেন তাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এই সব কিছুতে প্রাপ্ত নম্বর একসাথে যোগ করে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।
- Official Notification – Click Here