OMG! দুর্দান্ত ভারতনাট্যম নাচ করছে দুই বছরের এক কন্যা, ভিডিও ভাইরাল

ছোট থেকে বড় এখন সকলেই সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিভা দেখাতে চলে আসে।আর এমনই একটি ছোট্ট খুদে বাচ্চার প্রতিভা এবার সবার সামনে এলো। যার প্রতিভা দেখে সকলেই অবাক।সেই ছোট্ট খুদে বাচ্চাটির নাচ দেখে সকলেই থ হয়ে গেছে।ওইটুকুনি একটা বাচ্চা, ভারতনাট্যম নাচ করছে।

সম্প্রতি একটি এক বা দু বছরের বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভিডিওটিতে একটি মহিলার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে।ওই বাচ্চাটিকে ভারতনাট্যম নাচের সঙ্গে গান করে তাল দিচ্ছেন তিনি।সেই মহিলাটি মুখে গান করছে আর সেই শুনে শুনে ওই বাচ্চা মেয়েটিও দুর্দান্তভাবে নাচ করে যাচ্ছে।একটি হলুদ রঙের ফ্রক পড়ে পায়ে ঘুমুর লাগিয়ে নাচ করে যাচ্ছে এই ছোট্ট কন্যা।

Advertisement

সে যখনই নিচে একটা করে পা ফেলছে তার নাচের সাথে কী সুন্দরী না আওয়াজ হচ্ছে।আবার কত রকমের অঙ্গিভঙ্গিমাও করছে বাচ্চা মেয়েটি।এমনকি আবার মাঝে মাঝে নিজ মুখেও পাকা বুড়িদের মতো করে গান করার চেষ্টা করছে। ভারতনাট্যম নাচ যে কতটা শক্ত তা আমরা সকলেই জানি।কিন্তু এই ছোট্ট কন্যাটিকে দেখুন ঠিক কি সুন্দর নাচের সব তার ভালো মনে রেখে ঠিক নাচ করে যাচ্ছে।

কত বড় বড় ডান্সার ভারতনাট্যম নাচ করতে গিয়ে হোঁচট খায় কিন্তু এইটুকুনি একটি বাচ্চা ঠিক কি সুন্দর হাত-পা নেড়ে নেড়ে নাচ করছে।যা পুরো অনবদ্য। তার প্রতিটি স্টেপ গানের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে তার পারফর্মম্যান্স যে অনবদ্য হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

এই ছোট্ট কন্যার এমন অসাধারন নাচ দেখে নেটিজেনরা পুরো অবাক।ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিওটি দেখেছে।ভিডিওটি সামনে আসতেই প্রচুর মানুষ বাচ্চা মেয়েটির নাচের প্রশংসা করেছেন।আর বলেছে এই ছোট্ট কন্যা একজন বিশাল বড় ডান্সার হবে বড় হয়ে।এই ভিডিওটি ভাইরাল হয়েছে MANOJ.C.. M. KUMAR নামের ইউটিউব চ্যানেলে। আপনিও ছোট্ট কন্যার এমন অসাধারন নাচের ভিডিওটি দেখে নিন।

Advertisement

News Desk

Sakalerbarta.com is a regional Bengali news portal. It was founded on 14 September 2020. sakalerbarta.com News is a great source of information for everyone. We provide information on Latest News, educational News, current affairs, current topics News, and trending News. Our main goal is to give information that can be used responsibly. We are not affiliated with any government organization and do not host any government website.

Related Articles