
স্যোশাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা রকম মজার মজার কান্ড-কারখানা থেকে শুরু করে একেকটা গা শিউরে ওঠার মত ঘটনা দেখতে পারি।তবে শুধু বিনোদনের খবর নয়, এখান থেকে দেশ বিদেশের নানারকম তথ্যও জানা যায়। অবাক করা নানা ঘটনা ভাইরাল হয় এই নেট দুনিয়ায়।যা দেখে মানুষ আনন্দিত হওয়ার পাশাপাশি তাজ্জবও হয়ে ওঠেন।এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল গা শিউরে ওঠার এক ভিডিও।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি দুটি বিশালাকার মোটা সাপ নিজের কাঁধে তুলে নিয়ে মিউজিকের সঙ্গে নাচ করছেন।ব্যক্তিটি দুটি পাইথনকে জুড়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে নিজের পারদর্শিতা প্রকাশ করছে।বেশ সাহসের সাথে তিনি এই পারদর্শিতা দেখাচ্ছেন।এই ভিডিওটি দেখে অবাক সকল নেটিজেনরা।
View this post on Instagram
কেউ এই ব্যক্তির সাহসের প্রশংসা করছেন,আবার কেউ এরকম বিপজ্জনক সাহসিকতার জন্য তাঁকে কটাক্ষও করেছেন।সাধারণত মানুষ যে কোনও সাপ দেখলেই ভয় পায়।সেখানে এই ব্যক্তিটি যেভাবে দুটি পাইথনকে হাতে নিয়ে নানারকম কৌশল করছেন, তা দেখে অবাক হতেই হয়।এই সাপের উচ্চতা হয় মোটামুটি ৬৫ ফুট।এই মারাত্মক ভিডিওটি World Of Snake নামক ইনস্টাগ্রাম চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে।