বড়দিনে বড় দুঃখের দিন বাঙালির, বক্সিং ডে টেস্ট থেকে বাদ ঋদ্ধি,

নিউজ ডেস্কঃ ভারত মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে ফেললো।আর সেই দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও ওপেনার পৃথ্বীশ।টেস্টে এবার অভিষেক ঘটবে ওপেনার শুভমন গিল এবং পেশার মহাম্মদ সিরাজের।
অপরদিকে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট।তাতে থাকছেননা বিরাট কোহলি তার বদলে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে।ময়ঙ্ক আগরওয়াল ও শুভমন গিল ওপেন করতে নামবেন।তিন নম্বরে আছেন চেতেশ্বর পুজারা।
ALERT????: #TeamIndia for 2nd Test of the Border-Gavaskar Trophy against Australia to be played in MCG from tomorrow announced. #AUSvIND pic.twitter.com/4g1q3DJmm7
— BCCI (@BCCI) December 25, 2020
বাদ পরেছেন লোকেশ রাহুল। মিডল অর্ডারে থাকছেন উইকেটকিপার ঋসভ পন্থ,রাহানে এবং হনুমা বিহারী। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নেওয়া হয়েছে দলে।এছাড়াও দলে থাকছেন স্পিনার রবীন্দ্রচন্দ্রন অশ্বিন।ভারত নামতে চলেছে তিন পেসার নিয়েই।উমেশ যাদব ও যশপ্রীত বুমরার সঙ্গী হিসেবে অভিষেক ঘটতে চলেছে মহম্মদ সিরাজের। ভারতীয় সমর্থকদের এখন এটাই দেখার যে ভারতের এই দল অস্ট্রেলিয়ার মতো দলকে থামাতে পারে কিনা ?