নিউজ
শুরু হয়ে গিয়েছে পার্কস্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যাল

পার্কস্ট্রিট,কলকাতাঃ শুরু হয়ে গিয়েছে পার্কস্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যাল।অন্যান্য বারের মতো জৌলুস না হলেও, নানান রঙিন ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট। মানুষ আনন্দে পথে বেড়িয়ে পরেছে। পুজো ভালো না কাটায় এবার ক্রিসমাস ভালোভাবে কাটাতে চাইছে তারা।
তবে করোনার জন্য প্রশাসনের নানান বিধিনিষেধ থাকলেও কিছু মানুষ তা মেনে চলছেন আবার কেউ মানছেনা। এদিন মুখে মাস্ক ছাড়াও দেখা গেলো অনেককেই ঘুরতে।তবে দীর্ঘদিন ঘরে বন্দি থাকার কারনে একটু অনুষ্ঠানে ঘোরার সুযোগ পেলে তা কিন্তু কেউ হাতছাড়া করতে রাজি নয়।
ভীষণ খুশি অনুষ্ঠানে বের হয়ে বিভিন্ন এলাকার মানুষ।সন্ধ্যার দিকে ভীড় কম থাকলেও একটু রাতের দিকে ভীড় বাড়তে শুরু করেছে।তবে ২৫ ডিসেম্বর আসতে আসতে ভীড় আরো বাড়বে।আর লাল টুপি পরা সান্তা থেকে শুরু করে সমস্ত কিছুরই দেখা মিলবে বলেই ধারণা করা হচ্ছে।