Uncategorized
৫০ টাকায় কোটিপতি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি পিন্টু মোমিন

নিউজ ডেস্কঃ আশ্চর্য হলেও হতেই পারেন।কিন্তু ঘটনা সত্যি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি বছর ২৫ এর পিন্টু মোমিনের সংসারে রয়েছে স্ত্রী শাকিলা বিবি ও স্ত্রী মুসকান খাতুন।মুর্শিদাবাদের নমোচাচন্ড গ্রামের বাসিন্দা পিন্টু।বেশ অভাবের সংসার আজ খেলে কাল কি খাবো তা নিয়ে ভাবতে হয় তাদের।এরই মধ্যে ৫০ টাকা দিয়ে টিকিট কিনে বদলে গিয়েছে তার জীবন।
৫০ টাকার লটারি কিনে যে এরকম করে সংসারের পরিবর্তন হবে তা ভাবেননি পিন্টু।মাঝে মধ্যে পিন্টু লটারি কেনেন।এরই মধ্যে অভ্যাসবসত বাসুদেবপুরের একটি দোকান থেকে লটারি কেনেন পিন্টু। লটারির রেসাল্ট জানার পরই পিন্টু অবাক।রাতারাতি তিনি হলেন কোটিপতি। লটারির রেজাল্ট বের হতেই তিনি পেয়েছেন ১ কোটি টাকা।সূত্রের খবর প্রথমে লটারির টাকা দিয়ে তিনি বাড়ি বানাবেন।