মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ শুভেন্দুর ব্যানার ঘিরে রাজনৈতিক তরজা

নিউজ ডেস্কঃ সোমবার মেদিনীপুর কলেজের ময়দানে সভার আগে রবিবার শহরের বিভিন্ন এলাকা ভরে গিয়েছিল মমতার ও অভিষেক বন্দোপাধ্যায়ের ছবির পাশে শুভ্যেন্দু অধিকারীর বিভিন্ন ফ্লেক্স ও ব্যানারে।বাদ যায়নি কেরানিতলা ও কালেক্টরেট মোড় থেকে শুরু করে কলেজ ময়দানে যাওয়ার রাস্তায় চোখে পড়েছে শুভ্যেন্দু অধিকারীর ফ্লেক্স।যাতে কখনও লেখা রয়েছে,’মেদিনীপুরের ভূমিপুত্র শ্রী শুভ্যেন্দু অধিকারী।’ তো কখনও লেখা রয়েছে,’মেদিনীপুরের ভূমিপুত্র।’যেখানে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে কখনও তার সামনে কখনও বা পেছনে লাগানো হয়েছে শুভ্যেন্দু অধিকারীর ফ্লেক্স।শুভ্যেন্দুর এক অনুগামী বলেছেন,’ দাদা তো এখনো দলেই আছেন তাহলে কারা লাগালো এই ফ্লেক্স।’
মমতার সভা উপলক্ষে দলীয় কর্মীরা বিভিন্ন পতাকা ও ছবি লাগিয়েছিলেন।কিন্তু শহরের সৌন্দর্য বাড়াতে পুর কতৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা ও ছবি খুলে ফেলার পর পরই।মমতার দলের কর্মীরা মমতার ফ্লেক্স ও ব্যানার বানিয়ে লাগাতে শুরু করলেই শুরু হয় রাজনৈতিক চাপান-উতর। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে মমতার ফ্লেক্স ও ব্যানার লাগানোর জন্যে প্রশাসন ওসব খুলে ফেলেছে অন্যদিকে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোন ব্যাপার নেই।আর ঠিক এরপরই শুভ্যেন্দুর এই ফ্লেক্স ঘিরে চলছে জল্পনা।কেউ বলছে এটা শুভ্যেন্দুর অনুগামীদের কাজ।মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে শুভ্যেন্দুকে তুলে ধরাটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ।