Advertisement

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় পোস্ট অফিসে গ্রুপ-সি পদে প্রচুর কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন। | Post office Group-C Recruitment.

Post office Group-C Recruitment – আপনি কি পোস্ট অফিসের চাকরি খুঁজছেন?, পোস্ট অফিসে চাকরি করতে চান? নিজেকে ভারতীয় পোস্ট অফিসের কাজে (Post office Group-C) নিযুক্ত করতে চান? তাহলে আপনার জন্য দারুন খবর। বেশি পড়াশুনার প্রয়োজন নেই। আপনি কি অষ্টম শ্রেণী পাস করে বেশি দূর পড়াশোনা করতে পারেননি? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় একটি সুখবর (Post office Group-C).

ভারতীয় পোস্ট অফিসে অষ্টম শ্রেণী পাসে গ্রুপ ডি তথা গ্রুপ সি পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের (Post office Group-C Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষকতা যোগ্যতায় অর্থাৎ অষ্টম শ্রেণী পাশেই আপনি পোস্ট অফিসে চাকরি করার সুযোগ পেয়ে যেতে পারেন ভারতীয় পোস্ট অফিসে চাকরি করার সুযোগ। তবে কি ভাবে আদন করবেন জানেন না, চিন্তা নেই এই প্রতিবেদনে আমরা আপনাকে সমস্ত কিছু বলবো।

যাদের উচ্চ শিক্ষগত যোগ্যতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন। কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ করা হবে Post office Group-C পদে। আবেদন প্রক্রিয়া, বেতন,নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হল দেখে নিন-

আরও পড়ুন – পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৫,০০০ টাকা | WB Health Recruitment

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ Post office Group-C পদে।

পদের নাম: ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষগত যোগ্যতা : উক্ত পদের জন্য প্রার্থীদের কোন স্বীকৃত স্কুল থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চ শিক্ষিত চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা : এই পদে ভারতীয় পোস্ট অফিসে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই ৫৬ বছরের নিচে হতে হবে।
বেতন : উক্ত পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবে Post office Group-C পদে?

প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে Post office Group-C পদে আবেদন করবেন দেখুন-

  • ১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ফর্মটিকে পিডিএফ ওপেন করে তিন নম্বর পেজটি A4 পেজে প্রিন্ট আউট বার করে নিতে হবে।
  • ২) তারপর ওই ফর্মটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
  • ৩) আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করবেন।৪)তারপর আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটা খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দেবেন?

  • ১) বয়সের প্রমাণপত্র।
  • ২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • ৩) আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড।
  • ৪) কাস্ট সার্টিফিকেট।
  • ৫) ইনকাম সার্টিফিকেট।
  • ৬) অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদনের শেষ তারিখ: উক্ত পদের জন্য ১০/০৫/২০১৩ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া: কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা যাচাই করে এই নিয়োগ করা হবে।
এই নিয়োগ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন।যারা অষ্টম শ্রেনি পাস বা মাধ্যমিক পাস করে রয়েছেন তারা এখানে আবেদন করার এমন সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।

  • অফিসিয়াল নোটিশটি – Click Here
  • অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

আরও পড়ুন – ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় আবেদন করলেই বৃদ্ধ বয়সে পেনশন পাবেন অস্থায়ী ক্ষেত্রের শ্রমিক এবং কৃষকরা। Bhavishya Nidhi Prakalpa 2023

Related Articles

Back to top button