Post office Job – শুধুমাত্র ইন্টারভিউ এর মাধমে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

Advertisements

Post office Jobদীর্ঘদিন ধরে চাকরির পরিক্ষা দিচ্ছেন, অথচ কোন পরিক্ষাতেই পাস করতে পারছেন না। তাই হতাশ হয়েছেন কি? এবার আপনার হতাশার দিন শেষ হতে চলেছে। কোন রকম লিখিত পরিক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে ভারতীয় ডাক বিভাগে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ (Post office Job) করা হবে। ভারতীয় ডাক বিভাগের তরফে ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Post office Job বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধু মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেহেতু ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে তাই চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বিরাট বড় সুযোগ। চলুন তবে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Advertisements

Post office Job 2023 Notification.

নিয়োগকারী সংস্থাভারতীয় ডাক বিভাগ
মোট শূন্যপদমোট ৩০ হাজার
যে সব পদে নিয়োগ১) ব্রাঞ্চ পোস্ট মাস্টার,
২) অ্যাসিস্টেন্ট পোস্ট মাস্টার,
Advertisements

আরও পড়ুন – বিরাট খুশির খবর ! SBI FD তে 10 শতাংশ সুদের হার অফার করছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে ৩ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের (Post office Job) ক্ষেত্রে প্রতিমাসে ১২,০০০-২৯,০০০ হাজার টাকা এবং অ্যাসিস্টেন্ট পোস্ট মাস্টার পদে ১০,০০০-২৪,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন জানুন

সংশ্লিষ্ট এই নিয়োগের (Post office Job) ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন।

  • ১) প্রথমে India Post এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে।
  • ২) এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে পুরো আবেদনপত্র ফিলাপ করতে হবে।
  • ৩) আবেদনপত্র ফিলাপ করে পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার সহ ডকুমেন্টসগুলি আপলোড করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

আবেদন ফী – আবেদন ফী হিসেবে প্রার্থীদের ১০০ টাকা জমা করতে হবে। মহিলা, এসসি, এসটি ও PWD দের কোন আবেদন ফী লাগবে না।

আবেদন করতে যে সব ডকুমেন্টস লাগবে

১) মাধ্যমিক অ্যাডমিট /মার্কশিট
২) আধার বা ভোটার কার্ড
৩) পাসপোর্ট সাইজের ছবি
৪) জাতিগত শংসাপত্র
৫) অন্যান্য

নিয়োগ প্রক্রিয়া এবং আবেদনের শেষ তারিখ

ডাক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের (Post office Job) ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না। কেবল ডকুমেন্টস ভ্যারিফিকেশন করে নিয়োগ করা হয়। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট তালিকা প্রস্তুত করে ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – আগামী ২৪ অগাস্ট ২০২৩ আবেদনের শেষ তারিখ।

আরও পড়ুন – WB Land Record and Survey Job – রাজ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।

Advertisements
Join Join