Advertisement

পোস্ট অফিসে ৯৮ হাজার কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ। Post Office Recruitment for Postman, Mallguard, and MTS.

Post Office Recruitment : আপনি কি পোস্ট অফিসের চাকরি করতে চান? তাহলে আপনার জন্য বিরাট বড়ো নিয়োগের সুখবর! কারন ইতি মধ্যে ৯৮ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Post Office Recruitment) প্রকাশ করেছেন। যে সব চাকরিপ্রার্থীরা পড়াশোনা শেষ করে একটা বড়সড় নিয়োগের অপেক্ষায় পথ চেয়ে বসে ছিলেন তাদের জন্য এই সংবাদটি খুবই আনন্দের হতে চলেছে তাদের জন্য।

Advertisement

পোস্ট অফিসে একাধিক শূন্যপদে এই কর্মী নিয়োগ (Post Office Recruitment) করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই সব পদে কর্মী নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ইত্যাদির বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হল। তাই প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়বেন। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবেদন করুন পোস্ট অফিসে ৯৮ হাজার কর্মী নিয়োগ (Post Office Recruitment) বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন – বাড়িতে বসে শুরু করুন টি-শার্ট প্রিন্টিং ব্যবসা এবং প্রত্যেক মাসে ৪০ হাজার টাকা উপার্জন করুন | T-shirt Printing Business

পোস্ট অফিসে ৯৮ হাজার কর্মী নিয়োগ ( Post Office Recruitment Overview).

পদের নাম1)Postman, 2)Mailguard, and 3)MS
মোট শূন্যপদ৯৮,০০০
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
মাসিক বেতন21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত
Post Office Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা।

পোস্ট অফিসে Postman, Mailguard, MS পদে কর্মী নিয়োগ করা (Post Office Recruitment) হবে। পোস্ট অফিসে মোট শূন্যপদ ৯৮,০০০ রয়েছে। কোন পদে কর শূন্যপদ রয়েছে দেখে নিন-

  • ১)Postman পদে:- মোট ৫৯,০৯৯ টি শূন্যপদ রয়েছে।
  • ২)Mallguard পদ:- মোট ১৪৪৫ টি শূন্যপদ রয়েছে।
  • ৩) MTS পদে:- মোট ৩৭,৫৩৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা।

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু কিছু পদের জন্য কম্পিউটার নলেজ থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।

আবেদন প্রক্রিয়া ( How to Apply?).

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন (Post Office Recruitment) করতে হবে। যেভাবে আবেদন করবেন-
১) আবেদন করার জন্য ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৩) তারপর যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটিকে সিলেক্ট করতে হবে।
৪) ফর্মটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করা আপলোড করতে হবে।
৫) সবশেষে পেমেন্ট করে সাবমিট করে দেবেন।
৬) সাবমিট করা হয়ে গেলে ফর্মটার একটি প্রিন্ট আউট বার করে রেখে দেবেন।

নির্বাচন প্রক্রিয়া Selection Process).

আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর কম্পিউটার টেস্ট দিতে হবে। সবশেষে ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে সিলেক্ট হলে চাকরিতে নিয়োগ করা হবে। এই চাকরি সম্বন্ধে আর বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। যে সকল বেকার চাকরি প্রার্থীদের পোস্ট অফিসে চাকরি করার খুব ইচ্ছে তারা এমন সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। উক্ত পদগুলিতে আবেদন করার আগে প্রার্থীরা অফিশিয়াল নোটিশটি (Post Office Recruitment) সম্পূর্ণ পড়ে আবেদন করবেন।

আরও পড়ুন – রাজ্যের লাইব্রেরীতে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ। WB Librarian Group-C Recruitment 2023.

Related Articles

Back to top button