প্রাণধারা প্রকল্প – এক টাকায় ১ লিটার জল পাবেন সরকারের নতুন প্রকল্প !

Advertisements

প্রাণধারা প্রকল্প – বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিভিন্ন নতুন নতুন জনমুখী প্রকল্প নিয়ে আসছে। তেমনি পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অধীনস্থ একটি প্রকল্প হলো এই প্রাণধারা প্রকল্প। এই প্রকল্প শুরু করা হয় ২০১৫ সালে। চলুন আজ আপনাদের জানাবো এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে একটি নতুন প্রকল্প শুরু করে যার নাম প্রাণধারা প্রকল্প। ঘরে ঘরে ঠিকমতো পানীয় জল পৌঁছে দেওয়ায় এই প্রকল্পের মূল লক্ষ্য। জল ধরো জল ভরো প্রকল্পের আঙ্গিকেই এই প্রকল্প শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের যেখানে ঠিকঠাক মতন পানীয় জল পৌঁছাতে পারত না সেই জায়গায় ঠিকঠাক মত পানি জল পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প শুরু করা হয়।

Advertisements

আরও পড়ুন – Krishak Bandhu Prakalpa – মিলবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা! সময় থাকতে এই কাজ করুন।

প্রাণধারা প্রকল্পের মূল উদ্দেশ্য কি?

এই প্রকল্প শুরু করা হয়েছিল পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় ঠিকঠাক মত পানীয় জল যায় না সেই সমস্ত জায়গাতেও পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প শুরু করেছিল সরকার। মূলত বৃষ্টির জল সংরক্ষণ এবং জল অপচয় রোধ করা সম্পর্কে মানুষকে বোঝানো ছিল এই প্রকল্পের একটি বড় উদ্দেশ্য। এই বৃষ্টির জল সংরক্ষণ করতে মানুষকে শেখানো হয়েছিল এই প্রকল্পের মাধ্যমেই।

এই প্রকল্পের সুবিধা?

এই প্রকল্পের কারণে রাজ্যের বিভিন্ন কোনায় পানীয় জল পৌঁছে দেওয়ায় প্রথম স্থান অধিকার করেছিল পশ্চিমবঙ্গ ২০১৫ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর ২০২১ সাল অবধি পশ্চিমবঙ্গের কোনে কোনে এই প্রকল্প ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গের কোনে কোনে যেসব জায়গায় পানীয় জলের অভাব ছিল সেই সমস্ত জায়গায় পানীয় জল ছড়িয়ে পড়েছিল।

এছাড়াও যে সমস্ত জায়গায় জ্বলে আর্সেনিকের প্রভাব ছিল সেই সমস্ত জায়গাতেও আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মাঝখানে কোভিড এসে যাওয়ার পর কাজের গতি কিছুটা কমে গেলেও লকডাউন এর পরবর্তীতে আবার এই জল পৌঁছে দিতে সক্ষম হয় পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে রাজ্যের কোণে কোণে পানীয় জল পৌঁছে দেওয়ার পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে শুধুমাত্র এই প্রকল্পের জন্যই।

প্রাণধারা প্রকল্প নিয়ে সরকারের কিছু উদ্যোগ।

সর্বপ্রথম এই প্রকল্পের জন্যই পানীয় জল ত্রাণ সরঞ্জাম হিসাবে দেওয়া শুরু হয়েছে সরকারের তরফে। প্রথমবারের মতো দক্ষিণ রায়পুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লেক্স বি আই Such এক লিটার ফিল্টারড পানীয় জল ‘প্রাণধারা’ প্রকল্পের মাধ্যমে স্কুলের প্রতিটি পানীয় জলের কলে পাওয়া যাবে, এবং এই প্রতিটি পানীয় জলের কল ভেন্ডিং মেশিনের সঙ্গে যুক্ত করা থাকবে।

বর্তমানে বিভিন্ন জায়গায় কুড়ি লিটারের জল ২০ থেকে ৫০ টাকা বোতলে বিক্রি হয় কিন্তু আমরা আদতেও জানিনা এই জলগুলি কতটা ভালো। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রাণধারা প্রকল্পের সাহায্যে প্রতি লিটার জল এক টাকা করে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তারা চেষ্টা করছে প্রতিটি স্কুলে স্কুলে এরকম পানীয় জলের ভেন্ডিং মেসিন বসানোর। বর্তমানে যদিও পশ্চিমবঙ্গ সরকার ১০০ টির বেশি স্কুলে এইরকম ভেন্ডিং মেশিন যুক্ত পানীয় জলের কলগুলি স্থাপন করেছে। যদি এই প্রকল্প ভালোভাবে সাফল্য পায় তবে রাজ্যের বাকি স্কুলগুলিতে এই ধরনের মেশিন লাগানো হবে এবং মেশিনটির নাম দেয়া হবে প্রাণধারা ভেনডিং মেশিন। বাজারের যেকোনো নামিদামি ব্রান্ডের জলকে টেক্কা দিতে পারবে এই জল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – Aadhaar Update Last Date – আরও ৩ মাস বাড়ল, ফ্রীতে আধার আপডেট করার সময়সীমা, দেখুন শেষ তারিখ।

Advertisements
Join Join