Primary Interview Date – নতুন করে আরো ১৭ জনের ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের বহুদিন ধরে চলছে। কলকাতা হাইকোর্টের দেওয়ার নতুন নির্দেশ মতো আরো ১৭০০ জনের নতুন করে ইন্টারভিউ (Primary Interview Date) নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৭ তম দফায় প্রাথমিক শিক্ষক এর ইন্টারভিউ নিয়োগ এর আগেই নোটিশ জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩০ ও ৩১ এ মে ইন্টারভিউ হতে চলেছে বলে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতকোত্তরে ৫০ শতাংশ নাম্বার এবং বিএড যোগ্যতা নিয়ে যারা ২০২২ এর নতুন করে ইন্টারভিউ এর জন্য আবেদন করেছিল তাদের ইন্টারভিউ এবার নেওয়া হবে। ৩০ এবং ৩১ তারিখ এই দুদিন তাদের ইন্টারভিউ (Primary Interview Date) নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই সমস্ত কাজ করছে পর্ষদ।
আরও পড়ুন – WBBPE Primary Scam – পর্ষদের বিরুদ্ধে হতে চলেছে নতুন মামলা জানালেন আইনজীবী তরুণজ্যোতি !
এ বিষয়ে বাচ্চাদের নতুন সভাপতি গৌতম পাল জানায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে নির্দেশ দেয়া হয়েছিল এদের ২০২২ ২৩ এর ডি এল এর দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই প্রার্থীদের অনেকে বিএ ড ডিগ্রী করেছে, আবার তাদের মধ্যে কিছুজনের গ্রাজুয়েশনে ৫০ শতাংশ নাম্বার নেই আবার বেশ কিছু জন এদের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন করেছে।
১৭ তম দফায় প্রাথমিক শিক্ষক এর ইন্টারভিউ (Primary Interview Date) নিয়োগ।
তাই স্পর্শ দেবার বিএ ড এবং পোস্ট গ্রাজুয়েশন থাকা ব্যক্তিদের ইন্টারভিউতে (Primary Interview Date) ডেকেছে। ২০১৭ সালের ১২ই মার্চ থেকে ২০২২ সালের ২৭শে ডিসেম্বরের মধ্যে যদি কারোর চাকরির আবেদনের বয়সসীমা পেরিয়ে যায় সেই সমস্ত প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে এই নতুন করে ইন্টারভিউয়ের জন্য আবেদনকারী সংখ্যা ১৭০০, পর্ষদ এই ১৭০০ জনের ইন্টারভিউ (Primary Interview Date) সল্টলেক করুণাময়ী সামনে পর্ষদের কেন্দ্রীয় অফিসে ব্যবস্থা করেছেন। এই ছাত্র জন প্রার্থীকে এই অফিসে এসেই নির্দিষ্ট ডেট এবং টাইম মতো ইন্টারভিউ দিয়ে যেতে হবে। চলতি বছরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন জানিয়েছেন।
তবে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির উত্তর একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে। ইন্টারভিউ এর সময় উপস্থিত থাকতে চোখ ডাস্টার যেখানে ইন্টারভিউ এর সময় চাকরিপ্রার্থীদের ক্লাস নিয়ে দেখাতে হবে। তাছাড়া যে নাম্বার তারা পাবে সেই নাম্বার সরাসরি আপলোড করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সার্ভারে। যার ফলে নাম্বারে কাটছে কি করার কোন জায়গা থাকবে না। এবং এই পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে। যার ফলে পরবর্তীতে কোন অসুবিধা হলে খুব সহজেই এই ভিডিওগ্রাফি দেখা যাবে।
আরও পড়ুন – WBSSC Scam – দুর্নীতি করেই চাকরি ! ভাইরাল হল ২০২৩ এ স্কুল শিক্ষিকার OMR শিট।