Primary TET Pass – TET নিয়োগ দুর্নীতি মামলায় উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। চাকরি বাতিল করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বলেছেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া এত বেআইনিভাবে হয়েছে যে তা বাতিল করা ছাড়া আর কোন উপায় ছিল না। এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে কে বৈধভাবে পেয়েছে আর কে অবৈধ ভাবে পেয়েছে তা বোঝা মুশকিল।
২০১৪ সালে যে টেট পরীক্ষা (Primary TET Pass) হয়েছিল, তার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে সাড়ে ৪২ হাজার পদে নিয়োগ করা হয়েছিল। যার মধ্যে ৩২ হাজার জনই ছিলেন সেই মুহূর্তে অপ্রশিক্ষিত শিক্ষক। ২০১৬ সালে নিয়ম মেনে এই নিয়োগ হয়নি, এই অভিযোগে কয়েক জন পরীক্ষার্থী মামলা করেছিলেন। সেই মামলা নিয়ে দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী রায় দেন, সেদিকেই সকলের নজর ছিল।অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজিরহীন রায় দিয়েছেন। এমনকি পর্ষদকে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেও জানিয়েছেন।
আরও পড়ুন – Primari TET Scam – টেট দুর্নীতির মামলা নিয়ে বড় সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!
২০২২ সালে ১১ ডিসেম্বর পর্ষদ নতুন করে প্রাথমিক টেট পরিক্ষা (Primary TET Pass) নিয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছিলেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু পর্ষদ সভাপতির কথা অনুযায়ী টেট পাস চাকরি (Primary TET Pass) প্রার্থীদের এখন ইন্টারভিউ নেওয়া হয়নি। তাই ২০২২-এর টেট পাস চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবীতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে “ডেপুটেশন কর্মসূচি অভিযান’ পালন করলেন। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে শুক্রবার এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
সকল টেট পাস চাকরি (Primary TET Pass) প্রার্থীরা সকাল ১১ টায় বারাসত বাস স্ট্যান্ডে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্ত্বরে পৌঁছান। তাঁদের মূল দাবী দ্রুত নিয়োগ করতে হবে।চাকরি প্রার্থীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবীতে জেলায় জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদে তাদের এই ডেপুটেশন কর্মসূচি চলবে।
টেট পাস (Primary TET Pass) চাকরিপ্রার্থীরা বলেন আমরা ২০২২ সালের প্রাথমিক টেট পাশ করেছি। পর্ষদ এখনও আমদের রিক্রুটমেন্ট দেয়নি। মে মাসে পর্ষদ সভাপতি মহাশয় বলেছিলেন মে মাসে আপ টু ডেট সিট নিয়ে আমাদের নতুন ইন্টারভিউয়ের নোটিফিকেশন (Primary TET Interview) দেবেন, কিন্তু মে মাস শেষে জুন মাসেও এখনও আমাদের নিয়োগের কোনও নোটিশ দেওয়া হয়নি। তাই আমরা চাইছি ২০২২ প্রাথমিক টেট পাসদের দ্রুত ইন্টারভিউ নেওয়া হোক। দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের জন্যই আমরা সকলে জেলায় জেলায় এই ডেপুটেশন কর্মসূচি পালন করছি।
এবিষয়ে এক টেট পাস (Primary TET Pass) চাকরিপ্রার্থী কাতর স্বরে বলেন ২০১৭-র পর ২০২২-এ টেট হল, কিন্তু এখনও নিয়োগ হয়নি। তাই বেকারত্বের যন্ত্রণা নিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন বুকে নিয়ে আমরা লড়ে চলেছি। আর কতদিন এভাবে লড়ব বলুন। পর্ষদ সভাপতি বছরে দু’বার নিয়োগ করার কথা বলেছিলেন, কিন্তু এখনও নিয়োগের বিষয়ে তেমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্ষদকে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কারনেই ২০২২ সালের প্রাথমিক টেট পাসদের পক্ষ থেকে পর্ষদ সভাপতির কাছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবীগুলো তুলে ধরছি।
আরও পড়ুন – DA Hike News – মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকারের, কারা পাবেন ? কারা পাবেন না ? জানুন বিস্তারিত।