Priyanka Chopra: কি হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ! আতঙ্ক ছড়ালো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ছবি দেখে।

Priyanka Chopra: চোখ-মুখে আঘাতের চিহ্ন।নাক ও ঠোট দিয়ে গড়িয়ে পরছে কয়েক বিন্দু রক্ত।সম্প্রতি এমনি এক বিদ্ধস্থ ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বলিউড ও হলিউড অভিনএত্রী পিয়াঙ্কা চোপরার।কিন্তু কিভাবে হলো এমন অবস্থা?তবে কি কোনো দুর্ঘটনার কবলে পরলেন অভিনেত্রী?
বুধবার নিজের ইন্সটাগ্রামে এই ছবি প্রকাশ করে অভিনেত্রী শিখেছেন আপনাদেরও কি কর্মক্ষেত্রে এমন একটি কঠিন দিন কাটলো?
View this post on Instagram
আর এই ছবি প্রকাশ পেতেই মূহুর্তে ভাইরাল হয়েছে।ছবিটি ইতিমধ্যে আট লক্ষেরো বেশি মানুষ পছন্দ করেছেন।আবার ভক্তদের কেউ কেউ তার সুস্থতা কামনা করেছেন।প্রশ্ন হচ্ছে আসলেই কি তিনি অসুস্থ নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা।
বিশেষজ্ঞদের মতে গোটা বিষয়টি হলো মেকআপের চমক।সম্প্রতি ‘সিটাডেল’নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।সেখানে অভিনয়ের সৃত্রেই এই বিশেষ মেকআপ নিতে হয়েছে তাকে। অ্যাকশনধর্মী এই সিরিজ তৈরী হয়েছে কল্পবিজ্ঞান বিষয়বস্তুর উপর নির্ভর করে।পৃথিবীর বিভিন্ন দেশে এমন সিরিজ প্রচলিত।এই সিরিজে অভিনেত্রী একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বলেই জানা গিয়েছে।