নিউজ
ট্যাবের জোগানে সমস্যা, পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ করােনা আবহে আট মাস বন্ধ স্কুল কলেজ, বন্ধ পড়াশােনাও, অথচ সামনে পরীক্ষা। বিশেষত দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যাতে অনলাইনে পড়াশুনাে করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে তার জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাড়ে ৯ লক্ষ ট্যাব বিনামূল্যে দেওয়ার কথা ঘােষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক সাথে এত তাড়াতাড়ি এত সংখ্যক ট্যাবের ব্যবস্থা করা সম্ভব নয়, আমরা বড়জোর এক থেকে দেড় লক্ষ ট্যাব পেতে পারি। চিনা ট্যাব কিনতে পারব না। ভারত সরকার বারণ করেছে।
তাই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দিয়ে দেওয়া হবে। ১০ হাজার টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মােবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ঘােষণায় স্বভাবতই খুশির হাওয়া ছাত্রছাএী মহলে। নবান্ন সূত্রে জানানাে হয়েছে আগামী ৩ সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।