Railway Ticket Booking: সিনিয়র সিটিজেনদের জন্য সু-সংবাদ, রেল কর্তৃপক্ষ নিজেই জানালো

Railway Ticket Booking: ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম হল ভারতীয় রেলওয়ে।ট্রেনে একসঙ্গে অনেক মানুষ অনেকটা দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক।ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ট্রেনের কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেল (Indian railways) ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে।ভারতীয় রেলের ১৮৬ তম বর্ষ পূর্ণ হয়েছে। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি স্টেশন রয়েছে (Railway Ticket Booking)।

ভারতীয় রেলওয়ের এই ষ্টেশনগুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে।ইন্ডিয়ান রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য মাঝে মধ্যেই নতুন নতুন নিয়ম তৈরি করে। অনেকেই হয়ত ভারতীয় রেলওয়ের নিয়ম-কানুন বা নতুন আসা নিয়ম কানুনের বিষয়ে জানেন না, এরফলে অনেক সময় সমস্যায় পড়তে হয়।

ট্রেনে সফর করার সময় এসি থ্রি টিয়ার হোক, কিংবা টু লোয়ার বার্থ পাওয়ার জন্য চেষ্টা করেন অনেকেই। বুকিংয়ের (Railway Ticket Booking) সময়েই লোয়ার বার্থ কনফার্ম হয়ে গেলে ভালো। নাহলে ট্রেনে উঠেই অনেককে তা ম্যানেজ করতে হয়। বিশেষ করে প্রবীণ যাত্রীদের জন্য লোয়ার বার্থ অত্যন্ত জরুরী। তাই বয়স্ক মানুষকে নিয়ে ট্রাভেল করলে অন্তত তাঁদের জন্য লোয়ার বার্থ বুক করতে চায় প্রত্যেক পরিবার। কিন্তু সমস্যাটা হল তা পাওয়া খুব মুশকিল।

যদিও সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল। যেমন ট্রেনে সফরের সময় লোয়ার বার্থের সুযোগ দেওয়া হয়ে থাকে সিনিয়র সিটিজেনদের।কিন্তু অনেক সময়ে দেখা যায় ঠিক সময়ে টিকিট কাটা হলেও লোয়ার বার্থের সুযোগ দেওয়া হয় না সিনিয়র সিটিজেনদের। কখনও মিডিল বার্থ তো আবার কখনও আপার বার্থ দেওয়া হয়ে থাকে।

তবে এবার ভারতীয় রেলওয়ে সিনিয়ার সিটিজেনদের (Railway Ticket Booking) জন্য তৈরি করেছে নতুন নিয়ম। এই নিয়মে সিনিয়ার সিটিজেনরা লোয়ার বার্থের কনফার্ম টিকিট পেতে বাধ্য। অনেক মানুষ এতদিন এই সমস্যার সম্মুখীন হয়েছে।কারন যখন তারা সিনিয়ার সিটিজেনদের জন্য লোয়ার বার্থ বুক (Railway Ticket Booking) করার চেষ্টা করেছে কিন্তু টিকিট পায়নি। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে ভারতীয় রেলওয়ে আপনার জন্য সমাধান নিয়ে চলে এসেছে।

কিছুদিন আগে জিতেন্দ্র নামে এক ব্যক্তি প্রবীণ নাগরিকের নীচের বার্থে সিট না পাওয়ার কারণে, টুইটারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে আইআরসিটিসিকে একটি সরাসরি প্রশ্ন করেছিলেন ‘আপনারা যখন রেলে সিট বরাদ্দের বিকল্প দেন তখন এর মানে কী হয়? আমি ৩ টি সিট বুক করেছিলাম যেগুলি সিনিয়র সিটিজেনদের জন্য ছিল কিন্তু দুঃখের বিষয় যে তারা উপরের বার্থ ও মিডল বার্থ পেয়েছিল যার কারণে তাদের পরিবারের সদস্যদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল’।

যেখানে একগুচ্ছ লোয়ার বার্থ খালি থাকলেও কেন তাঁদের দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে রেলকে টুইট করেন ওই ব্যাক্তি। এই বিষয়টি দেখার অনুরোধ করা হয়।এই পরামর্শটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে রেলওয়ে তার স্পষ্টীকরণ দিয়ে লিখেছে, প্রবীণ নাগরিক পুরুষদের ক্ষেত্রে ৬০ এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ বছর বয়সীদের ক্ষেত্রেই কনফার্ম লোয়ার বার্থ বুক করা সম্ভব।

কিন্তু একসঙ্গে তিনজন বা তার বেশি প্রবীণের টিকিট কাটলে সবার জন্য লোয়ার বার্থ বুক করা সম্ভব হয় না। শুধুমাত্র একজন বা দু’জনের জন্য টিকিট কাটলেই নিশ্চিত লোয়ার বার্থ পাওয়া সম্ভব। অর্থাৎ, প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়ার কোটার সুযোগ নিতে হলে তাঁদের টিকিট আলাদা করেই কাটতে হবে। ওই কোটার সুবিধা পাওয়ার জন্য সর্বধিক দু’জন সিনিয়র সিটিজেনের (Railway Ticket Booking) টিকিট কাটা যেতে পারে। তাহলেই নিশ্চিতভাবে লোয়ার বার্থ পাওয়া সম্ভব।

News Desk

Recent Posts

UPSC Success Story – বাড়িতে ছিলোনা বিদ্যুৎ, পাননি অভাবে কোচিংয়ে পড়ার সুযোগ, অদম্য জেদে UPSC ক্র্যাক করে IAS হন অংশুমান

UPSC Success Story - সোশ্যাল মিডিয়া শুধুমাত্র গসিপ করার জায়গায় নয়, জীবনের অনেক শিক্ষাও পাওয়া…

15 hours ago

ATM Card Rules – ATM কার্ড দিয়ে টাকা তোলার নতুন নিয়ম জানেন? ব্যাংকের এই নিয়ম না জানলেই বিপদ

ATM Card Rules - অনলাইন পেমেন্ট যতই থাকুক না কেন আজকের দিনে দাঁড়িয়ে সমান ভাবে…

3 days ago

মাধ্যমিক পাশে ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। Post office Group C Job Vacancy

Post office Group C Job Vacancy - বর্তমানে চাকরির বাজারের যে দুরবস্থা তাতে চাকরির দুনিয়া…

3 days ago

Summer Vacation – গরমে কবে থেকে বন্ধ থাকছে স্কুল? গরমে একটানা বন্ধ থাকছে স্কুল এতদিন।

Summer Vacation - বৈশাখের শুরুতেই গরমের তীব্র হাসফাঁস, তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন। তার সাথে…

4 days ago

WBBSE Madhyamik Result 2024 – মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ? ফোন থেকে কিভাবে চেক করবেন রেজাল্ট জেনেনিন।

WBBSE Madhyamik Result 2024 - পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ মাধ্যমিক…

7 days ago

Bangla Pokkho – আবারো চাকরি বাতিলের পথে ৫৫০১ জনের! বিস্তারিত পড়ুন

Bangla Pokkho - আবারো চাকরি হারানোর সাক্ষী থাকবে ভারতবাসীরা। তবে এবার রাজ্য সরকারি চাকরি নয়…

1 week ago