
Ranu Mondal Viral Video: রানাঘাট স্টেশনের ভবঘুরে ভিক্ষুক রানু মন্ডলের দিন কাটত ভিক্ষা করে।সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিক্ষুক থেকে রাতারাতি গায়িকা হয়ে উঠেছিলেন তিনি।সমাজসেবী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে রাতারাতি সেলিব্রেটি হয়ে যান রানু মন্ডল।তার সুমধুর কন্ঠের স্বর তাকে রানাঘাট স্টেশন দিকে পৌঁছে দিয়েছিল মুম্বাইতে। সেখানে হিমেশ রেশমিয়া তত্ত্বাবধানে গানও গেয়ে ফেলেছিলেন রানু মন্ডল।কিন্তু পরবর্তীতে আত্ম অহংকার ও দুর্ব্যবহারের জন্য হাসির খোরাকে পরিণত হয়েছিলেন রানু মন্ডল।

ভাগ্যের ফেরে আবার ফিরে আসতে হয়েছে পুরনো স্থানে।রানাঘাটের ভাঙ্গাবাড়ীই হয়েছে তার মাথা গোঁজার ঠাঁই।বর্তমানে ফের সঙ্গী হয়েছে আর্থিক অভাব তবে তারপরেও বন্ধ হয়নি গান।বলিউড থেকে সেভাবে আর ডাক পাননি তিনি, কিন্তু মন থেকে এখনো সুর ধরেন রানু মন্ডল। ফেম, লাইমলাইটের তোয়াক্কা না করেই কেবল ভালোবেসেই গান গেয়ে যান Ranu Mondal Viral Video৷

তার জীবনের ওঠা পড়ার অধ্যায়ের সাথে পরিচিত সকল দর্শকরা।বলিউডে তিনি ডাক না পেলেও প্রতিদিন ইউটিউবারদের ঢল লেগে থাকে রানুদির বাড়িতে।মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রানুর গলায় নানা ভাইরাল মিউজিক শোনা যায়।কিছুদিন আগেই ট্রেন্ডিং এ থাকা বাদাম গান গাইতে শোনা গিয়েছিল রানুদিকে৷এ নিয়ে নেট দুনিয়ায় ট্রোলিং হতে হয় তাকে Ranu Mondal Viral Video।

সম্প্রতি এই রকমই এক ইউটিউবারের সাথে গান গাইলেন রানুদি।বর্তমানে ব্যাপক হারে ভাইরাল হতে থাকা গান ‘লা লা লালি লি লা’ এই মিউজিক গাইতে দেখা গেল রানুদিকে৷এবার এমন ভাইরাল মিউজিকের অনুকরন করলেন রানুদি।এই গানের লিরিক্স এতোটুকুই কিন্তু এই মিউজিকের সুর সকলের মন ছুঁয়ে গিয়েছে। Popular updates নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে Ranu Mondal Viral Video।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একদিকে আসল মিউজিক ভিডিও চলছে,আর তারপরেই দেখা যাচ্ছে ইউটিউবারের সঙ্গে জুটি বেধে রানুদি গান করছে। গানের সাথে এদিন খোশ মেজাজে রানুদিকে নাচও করতে দেখা গেছে৷রানু মন্ডলের পরনে ছিল একটি লাল নাইটি আর যুবকটি শার্ট আর লুঙ্গি পরা অবস্থায় নাচ করছিল দুজনে।রানুদির এই নাচের এই ভিডিওতে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় Ranu Mondal Viral Video।