অ্যাক্সিস সহ এই ৩ ব্যাঙ্কে জরিমানা করল RBI! বর্তমানে টাকা পয়সা লেনিন থেকে জমানো সমস্ত কিছুর জন্যই মানুষ ব্যাংকের ওপর নির্ভর করে। এবং ব্যাংকগুলি যাতে মানুষের টাকা নিয়ে কোনরকম অনৈতিক কাজ না করতে পারে অথবা জনগণের টাকা যাতে সুরক্ষিত থাকে তাই এই সমস্ত ব্যাংকগুলিকে নীতি নিয়ম দিয়ে পরিচালনা করে আরবিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
এবং রিজার্ভ ব্যাংকের দিওয়াই নীতি নিয়ম না মানলে ব্যাংকগুলিকে করা হয় মোটা টাকা জরিমানা অথবা তাদের লাইসেন্স পুরোপুরি যাবে ক্যান্সেল করে দেওয়া হয়। তেমনি এবার আর বি আই (RBI) এর নীতি নিয়ম না মানার জন্য তিনটি ব্যাংকে জরিমানা করলো তারা। তিনটি ব্যাংকের মধ্যে রয়েছে এক্সিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন – UPI ATM Cash – এবার যে কোনও UPI অ্যাপের সাহায্যে ATM থেকে টাকা তুলুন, কীভাবে জানুন।
অ্যাক্সিস সহ এই ৩ ব্যাঙ্কে জরিমানা করল RBI!
প্রথমেই জম্মু এবং কাশ্মীর ব্যাংক (jammu and kashmir bank) এই জরিমানার আওতায় এসেছে। সময়ের মধ্যে SWIFT সম্পর্কিত নীতি প্রণয়ন এবং কয়েকটি RBI এর নির্দেশিকা মানতে ব্যর্থ হওয়ার কারণেই এই ব্যাংককে এই বিপুল অংকের টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা লাগু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাংকের শেয়ারের দাম কমেছে। দাম প্রায় আড়াই শতাংশ কমেছে এই ব্যাংক শেয়ারের। এদের জরিমানার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি।
এরপরেই যে ব্যাংকের নাম উঠে আসছে সেই ব্যাংকটি হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra Ltd). এই ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) দেওয়া ক্রেডিট কার্ড ও ঋণ সংক্রান্ত নীতি লঙ্ঘন করেছে যে কারণে এই ব্যাংকে জরিমানা করেছে তারা। এই ব্যাঙ্কে জরিমানা করার পরিমাণ ১ কোটি 45 লক্ষ টাকা।
এরপরেই সামনে আসে ভারতের একটি জনপ্রিয় প্রাইভেট ব্যাংক এক্সিস ব্যাংকের (axis bank) নাম। ক্রেডিট কার্ডের ওপর বাড়তি টাকা উসুল করার কারণে এই ব্যাংকের ওপর জরিমানা দিয়েছে RBI. এই ব্যাংকের উপর দেওয়া জরিমানার পরিমাণ ৩০ লক্ষ টাকা। এই ব্যাঙ্কে যেহেতু বহু মানুষের একাউন্ট রয়েছে তাই এই ব্যাংকে জরিমানা হওয়ায় বহু মানুষ চিন্তায় পড়েছেন।
যদিও চিন্তা করার মত কোন বিষয় নেই, ব্যাংকে জরিমানা করার সঙ্গে সাধারণ মানুষের একাউন্টের কোন সম্পর্ক নেই। তাদের অ্যাকাউন্ট এবং টাকা সুরক্ষিতভাবে ব্যাংকেই রয়েছে। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম নীতির অঙ্গনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বহু ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে অথবা ব্যাংকগুলিকে মোটা টাকা জরিমানা করেছে। এরপরও ব্যাংকগুলি বিভিন্ন ছুতোয় রিজার্ভ ব্যাংকের নীতি লঙ্ঘনের চেষ্টা করে।
আরও পড়ুন – এবার দিনে সস্তা হবে বিদ্যুৎ বিল, রাতে বাড়বে দাম! নয়া পরিকল্পনা কেন্দ্রের!