মনে আছে সেই পাঁচ টাকার মোটা (5 Rupees Coin) কয়েনের কথা। চোখ বন্ধ করে হাতে নিলে নিয়ে এসে বোঝা যেত সেটি পাঁচ টাকার কয়েন। অন্যান্য থেকে সেটি ছিল বেশ মোটা এবং শক্তিশালী। বছরপাশেক আগেও এই ৫ টাকার কয়েনে বাজার ছেড়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে এই কয়েন প্রায় বাজারে দেখাই যায় না।
খুব কমই দেখা যায় এই কয়েন কিন্তু কোথায় গেল এই কয়েন? এখন বাজারে ৫ টাকার কয়েন (5 Rupees Coin) বলতে শুধুই ঘোরে পাতলা সোনালী কালারের পাঁচ টাকার কয়েন কিন্তু এই মোটা কয়েক দশক ধরে চলা সিগনেচার পাঁচ টাকার কয়েনগুলি গেল কোথায়?
তুলে নিল Old 5 Rupees Coin.
এই মোটা পাঁচ টাকার (5 Rupees Coin) কয়েনগুলি যেমন খুব সহজেই চালাই যেত। কিন্তু নতুন পাঁচ টাকার কয়েনগুলি সহজে চেনা যায় না। এক টাকা দু টাকার কয়েনের থেকে খুব একটা পার্থক্য নেই এই কয়েনের যার ফলে অনেক সময় তাড়াহুড়োতে সমস্যা হয়। কোনটি কত টাকার কয়েন বুঝতে হিমসিম খায় সাধারণ মানুষ। টাকার কয়েনের বদলে ভুল করে ৫ টাকার কয়েন (5 Rupees Coin) দিয়ে ফেলে এই ধরনের সমস্যা তো রয়েছে।
কেন উঠিয়ে নিল ৫ টাকার কয়েন RBI?
মনে প্রশ্ন জাগছে যদি আগের 5 টাকার কয়েন (5 Rupees Coin) ভালই ছিল তাহলে রিজার্ভ ব্যাংক এই নতুন ধরনের ৫ টাকার কয়েন বানিয়ে কেন ছাড়ছে এবং আগের পাঁচ টাকার কয়েনগুলি কোথায় গেল? এর পিছনে রয়েছে এক বড় কারণ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্যত বাধ্য হয়ে এই কাজ করেছিল।
আরও পড়ুন – মহাবিপদ! চরম আকার নিচ্ছে Cyclone Mocha, কোন পথে যেতে চলেছে ঘূর্ণিঝড় মোকা !
এই ৫ টাকার কয়েন বাজারে বেশরম জমিয়েই চলছিল কিন্তু হঠাৎ দেখা যায় একদল অসাধু ব্যবসায়ী এই পাঁচ টাকার কয়েনগুলিকে (5 Rupees Coin) বস্তা বন্দি করে বাংলাদেশে পাচার করে দেয়। সেখানে ভারতেরই মোটা পাঁচ টাকার কয়েনগুলিকে গলিয়ে ছটি করে ব্লেড তৈরি করা হয়। এবং এক একটি ব্লেড বাজারে দু টাকা দরে বিক্রি করা হতো।যার ফলে এই ৫ টাকার কয়েন থেকে মোটা অংশের লাভ করত এই অসাধু ব্যবসায়ীরা।
এই পাঁচ টাকার কয়েনকে কাজে লাগিয়ে ১২ টাকা উপার্জন করে ফেলত তারা। এই কাজ ক্রমশ বাড়তেই থাকে এবং এই ধরনের কাজ হওয়ার ফলে দেশের অর্থনীতির এক বিরাট ক্ষতি হতে পারে। এর ফলে বাধ্য হয়ে আরবিআই কে ব্যবস্থা নিতে হয়। তাই তারা ৫ টাকার কয়েনগুলিকে (5 Rupees Coin) পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। এবং তারা বাজারে আসতে আসতে নতুন পাঁচ টাকার মুদ্রা গুলি ছাড়তে থাকে এবং পুরনো মোটা 5 Rupees Coin করে তুলে নিতে থাকে। যার ফলেই আস্তে আস্তে বাজার থেকে কমতে থাকে এই মোটা মুদ্রা গুলি।
আরও পড়ুন – Interview Questions – ভারত-চিন সীমান্তে কোনো মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?