Uncategorized
কনুইয়ের কালো দাগের ফলে আপনি অস্বস্তি বোধ করছেন! দেখে নিন কয়েকটি ঘরোয়া টিপস।

শারীরিক সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে থাকে কনুই।তবে অনেকেই এই অঙ্গটির ব্যাপারে সচেতন নয়।যত্ন না নেওয়ায় হাতের কনুইয়ে কালো রঙের দাগ পরে।আর এরফলে সৌন্দর্য নষ্ট হয়ে দৃষ্টিকটুও লাগে দেখতে।
কনুইয়ের কালো দাগ দূর করতে রইলো কিছু ঘরোয়া টিপস
চিনি ও অলিভ অয়েল:
১ চামচ চিনি ও ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।এই মিশ্রণটি ১০ মিনিট মালিশ করুন কনুইয়ের কালো জায়গায়।৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
চিনি ও লেবু :
১ চামুচ চিনির সঙ্গে ১ চামুচ পানি মিশিয়ে নিন।এরপর একটি লেবু দুইভাগ করে কেটে নিন।এরপর এই অর্ধেক লেবুর সঙ্গে চিনির রস মিশিয়ে কনুইয়ে ঘসুন।সপ্তাহে ২ থেকে ৩ দিন এই রস ব্যবহারে ভালো ফল পাবেন।
লেবু,দই,বেসন ও চিনি:
১ চামচ টক দই,১ চামচ বেসন,১ চামচ লেবু ও ১ চামচ চিনি মিশিয়ে কনুইয়ে ঘসুন।৫ মিনিট পর ধুয়ে ফেলুন।সপ্তাহে ২ দিন এই নিয়ম মেনে চলুন ফল পাবেন হাতেনাতে।