Flight – জানেন কি! এই গ্রামের বাসিন্দারা অফিসে যান প্লেনে চেপে।

Flight – আমরা বাড়ি থেকে সাধারণত বেরিয়ে কিভাবে অফিস চাই? ভিড় বাসে ট্রেনে মেট্রো চেপে কিংবা অটো করে ! খুব বেশি হলে নিজের প্রাইভেট গাড়িতে যাই। কিন্তু আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন আপনার নিজস্ব প্রাইভেট প্লেনে অথবা হেলিকপ্টারে (Flight) চড়ে নিজের অফিসে যাওয়ার। হ্যাঁ তবে কোন এয়ারপোর্ট থেকে নয় একেবারে আপনার বাড়ির সামনে থেকে উঠবেন এবং গন্তব্যে গিয়ে নামবেন। আকাশে ওড়ার জন্য পাবেন না কোনরকম যানজট তাহলে আপনার সময় নষ্ট হবে কম।

Advertisements

নিশ্চয়ই আমাদের এই কথাগুলো শুনে আপনার মনে হচ্ছে আমরা হয়তো আপনাকে দিবা স্বপ্ন দেখাচ্ছি। তবে একদমই তা সত্যি নয়। পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে এই ঘটনাটি সত্যিই ঘটে। জানেন কি সেই জায়গা সম্বন্ধে, চলুন আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে এই বিষয়ে বেশ কিছু তথ্য দেব যা আপনি পড়লে একেবারে অবাক হয়ে যাবেন। তখন আমাদের এই কথাগুলো আপনার আর কোন দিবা স্বপ্ন বা ইয়ার্কি বলে মনে হবে না।

আরও পড়ুন – এই ছবিটিতে ‘48′-এর ভিড়ে একটি ’46’ লুকিয়ে আছে! আপনি খুঁজে বের করলেই জিনিয়াস।

ক্যালিফোর্নিয়ার একটি গ্রাম রয়েছে, যেখানে এমন ব্যবস্থা প্রচলিত আছে। তাদের যাতায়াতের জন্য বাড়ির সামনে দাঁড় করানো থাকে একটা করে প্রাইভেট বিমান(Flight). সেই বিমানে করেই তারা বাজারে যান, বেড়াতে যান, এমনকি অফিসেও যান। হ্যাঁ তার মানে এই নয় যে তারা গাড়িতে যাতায়াত করেন না। অবশ্যই করেন কিন্তু তাদের ওখানে গাড়ির সাথে সাথে এই প্রাইভেট বিমানেরও (Private flight) ব্যবস্থা আছে।

Advertisements

জায়গাটির নাম ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ারপার্ক (Cameron Park airport). জায়গাটি পুরোপুরি প্রাইভেট মালিকানাধীন। এই জায়গায় আপনি আমি চাইলেই প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র অনুমতি সাপেক্ষে অথবা নিমন্তন্ন থাকলে তবেই আপনি এই জায়গায় প্রবেশ করতে পারবেন। তবে এই জায়গার পিছনে রয়েছে এক বিরাট ইতিহাস।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কালে আমেরিকার বেশ কয়েক জায়গায় এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল। সেই এয়ারফিল্ডগুলোই এখনো অব্দি রয়ে গেছে সেগুলিকে ধ্বংস করা হয়নি। বর্তমানে সেই জায়গাগুলোকে রেসিডেন্সিয়াল এয়ার পার্ক (Private flight) হিসাবে ব্যবহার করা হয়। তার ফলেই তৈরি হয় ক্যামেরন এয়ারপার্ক নামক এই এলাকা। অবসরপ্রাপ্ত মিলিটারি পাইলটদের জন্যই তৈরি করা হয়েছে ওই এয়ারপার্ক।

তবে ধীরে ধীরে এই এয়ারপার্ক ব্যবহারকারী সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। নিশ্চয়ই এটা শোনার পর আপনারও ইচ্ছা করছে এরকম প্রাইভেট বিমানে (Private flight) করে ঘুরে বেড়ানোর! কিন্তু আপনি চাইলেও এখনো অব্দি ভারতে এরকম কোন ব্যবস্থা নেই। তবে পরবর্তীতে এরকম ব্যবস্থা আসবে কিনা তা নিয়ে বলা যাচ্ছে না কিছুই।

আরও পড়ুন – পুরানো বা নতুন সোনার গয়না নিয়ে নতুন নিয়ম, না জানলে বিপদে পরবেন।

Advertisements
Join Join