Sail Recruitment 2024- আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য একটা খুশির খবর। রাজ্যে একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। পশ্চিমবঙ্গের স্টিল কারখানায় শয়ে শয়ে শূন্যপদে কাজের সুযোগ রয়েছে। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ (WB Sail Recruitment 2024) প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন রাজ্যের যেকোনো প্রান্তের চাকরিপ্রার্থী। পুরুষ ও নারী নির্বিশেষে এই নিয়োগে অংশ নিতে পারেন। আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কিত তথ্যগুলি।
WB Sail Recruitment 2024 Details
Advertisement No. | 01/2024 |
নিয়োগকারী সংস্থা | Steel Authority of India Limited (SAIL) |
মোট শূন্যপদ | ৩১৪ টি শূন্যপদে |
আবেদনের শেষ তারিখ | 18.03.2024 |
ভ্যাকেন্সি ডিটেলস: সম্প্রতি পশ্চিমবঙ্গের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বা Steel Authority of India Limited (SAIL) তরফে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Sail Recruitment Notification) প্রকাশ পেয়েছে। পদের নাম- অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেইনি। মোট শূন্যপদের সংখ্যা ৩১৪ টি। সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মাপকাঠি মানতে হবে। কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে? জানতে পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
শিক্ষাগত যোগ্যতা (Education qualification)
যে সকল চাকরিপ্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়োগ (WB Sail Recruitment 2024) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে যাঁরা আবেদন জানাতে চান, তাঁদের মাধ্যমিক পাশের যোগ্যতা-সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের কোর্স যেমন- ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে ও তার পাশাপাশি, আবেদনকারী ব্যক্তি কে কোনো শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠানে অঙ্কনের জন্য অটোক্যাড সিস্টেমে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়োগ (WB Sail Recruitment 2024) প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। WB Sail Recruitment নিয়োগে বয়সসীমাকে গুরুত্ব দেওয়া হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন
পশ্চিমবঙ্গের WB Sail Recruitment প্রক্রিয়ায় যাঁরা শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। তবে পদ ভেদে বেতনের পার্থক্য হবে। নোটিফিকেশনে থেকে বেতন সংক্রান্ত বিষয়ে জেনে নিন।
আবেদন জানাবেন কিভাবে?
- (A) প্রথম ধাপ: ‘SAIL’- এর নিয়োগে আবেদন জানাতে হলে ইচ্ছুকদের ভিজিট করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
- (B) দ্বিতীয় ধাপ: এই ওয়েবসাইটে গিয়ে নিজের ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
- (C) তৃতীয় ধাপ: সাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনের লিঙ্কে ক্লিক করুন ও অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিন। আবেদনপত্রে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো ভুল যেন না হয়।
- (C) চতুর্থ ধাপ: অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, সিগনেচার ইত্যাদি আপলোড করবেন। সবশেষে আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন।
আবেদনের সময়সীমা
‘SAIL’-এর চাকরির জন্য আবেদন জমা দেওয়া যাবে আগামী ১৮ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। ওই তারিখের পর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই নির্দিষ্ট সময়সীমা মেনে প্রার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন জমা করুন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নজর রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – sailcareers.com