SBI Special Course – সুযোগ দিচ্ছে SBI, ঘরে বসে Mobile -এ অনলাইনে এই কোর্স কমপ্লিট করে ব্যাঙ্কে চাকরি পেতে পারেন।

Advertisements

SBI Special Course – বর্তমান সময়ে নিত্য নতুন সব বিষয় এখন প্রায় আমাদের হাতের মুঠোয় বললেই চলে। এখন ঘরে বসে আমরা যে কোন বিষয় সম্পর্কে খুব সহজেই জানতে পারি। আর এসব সম্ভব হয়েছে একমাত্র অনলাইন পদ্ধতির কারনে। হাতে একটা স্মার্টফোন থাকলেই কয়েক মিনিটের মধ্যে দেশ বিদেশের সমস্ত কিছু জেনে নেওয়া যায়। এই অনলাইন পদ্ধতির কারনে শিক্ষা বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে দেশ, দূরত্ব কিংবা ভাষা আমাদের আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে যোগাযোগ করার পাশাপাশি সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি পড়ানো হচ্ছে সেগুলোও আমরা ঘরে বসেই জানতে পারছি। অনেকে আবার ঘরে বসেই বাইরের দেশ থেকে বিভিন্ন অনলাইন কোর্স (Online Course) করে সার্টিফিকেটও অর্জন করে ফেলছে। পড়াশোনা ও চাকরি করার পাশাপাশি এখন বহু মানুষই নিজেদের জ্ঞানের পরিধি বিস্তার করার জন্য বিভিন্ন কোর্স (SBI Special Course) করছেন। বর্তমানে অনলাইন কোর্সগুলি করার প্রতি অনেকের ঝোঁক বাড়ছে।

Advertisements

আপনিও কোন কোর্স করে চাকরি করতে ইচ্ছুক কি? তাহলে আপনার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক দারুন
সুযোগ নিয়ে এসেছে। বর্তমান যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে এবার SBI বিশেষ কোর্স (SBI Special Course) এনেছে। খুব সহজেই অনলাইনের মাধ্যমে এই বিশেষ কোর্সটি করে চাকরি পেতে পারেন। দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি এই কোর্সের মাধ্যমে আপনাকে চাকরির সুযোগ করে দেবে। আপনি যদি এই বিশেষ কোর্সটি করতে চান, তাহলে এই কোর্সটি কি কি করতে হবে জেনে নিন।

আরও পড়ুন – Primary TET Case – ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল, সুপ্রিম নির্দেশে কি জানালো হাইকোর্ট।

SBI Special Course করবেন কিভাবে?

১) এর জন্য প্রথমেই State Bank of India-র অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
২) সেখানে Home Page টি খুলে যাবে। এরপর একটু স্ক্রল করে নিচে নেমে আসতেই বিভিন্ন রকম কোর্সের অপশন দেখা যাবে।
৩) এরপর সেখান থেকে নিজের পছন্দ সই একটি কোর্স বেছে নিলেই একটি নতুন পেজ খুলবে।
৪) সেই পেজে ‘Enroll Now’ এর অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।

৫) এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে।
৬) রেজিস্ট্রেশন করার পর ‘Login’ আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যার সাহায্যে অনলাইন কোর্স করে একটি সার্টিফিকেট পেয়ে যাবেন।

এই কোর্স করতে যা যা লাগবে?

এই কোর্স (SBI Special Course) করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই গুরুত্বপূর্ণ নথিগুলি থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে একটি স্মার্টফোন থাকাও জরুরি।

আরও পড়ুন – WB Police Recruitment – রাজ্য পুলিশে ওয়ার্ডার পদে মহিলা ও পুরুষ নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ।

Advertisements
Join Join