শুভেন্দুর নিরাপত্তায় এল Z কাট্যাগরির নিরাপত্তা বাহিনী

নিউজ ডেস্কঃ আজ থেকেই Z কাট্যাগরির নিরাপত্তা শুভেন্দু অধিকারীর । গত ১৮ ই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নোট পাঠান হয় যে নোটে উল্লেখ্য ছিল শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে এবং তিনি Z কাট্যাগরির নিরাপত্তা পাবেন। যদিও তিনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত নীতিগতভাবে নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করছেন ততক্ষণ তিনি জওয়ানদের নিরাপত্তা গ্রহণ করবেন না।
মেদিনীপুরে অমিত শাহের শাহি মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দান করেন এবং তারপরি আজ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তার বাড়ির সামনে শান্তিকুঞ্চে উপস্থিত হয়ে গেছেন কাঁথিতে।আজ শুভেন্দু অধিকারী যাবেন বিধানসভা ভবনে তার পদত্যাগ নিয়ে যে ধরনের বিতর্ক চলছে সেই বিতর্কে যবনিকা পড়ার একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত তার রাজভবনে দেখা করতে যাওয়ার কথা রাজ্যপালের সাথে তাই যাত্রাপথে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।