বলিউড তারকাদের বাস্তব নাম তো সবাই জানেন, কিন্তু তাদের মজাদার ডাকনাম জানেন কি?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম একটা বড় বিষয়।এরা পর্দায় কেউ হন রাজ, কেউ আবার সিমরন, রাজ, সঞ্জনা। এভাবে পর্দায় এদের নাম শুনে অভ্যস্ত তাদের ভক্তরা। কিন্তু জানেন কী বাস্তবে এদের পরিবারের লোকজন বা বন্ধুরা এদের কী নামে ডাকে। হ্যা বলিউডের তারকাদেরও ডাকনাম আছে। আপনার পরিচিত বলি তারকাদের মজার ডাকনামগুলো জেনে নিনঃ-
আলিয়া ভাটঃ-
ছোটবেলায় গোলগাল চেহারা ছিলেন আলিয়ার। আর তাই নিজের লোকজনের কাছে আলিয়া থেকে আলু হয়ে গিয়েছিলেন আলিয়া। এখন তিনি স্লিম হট নায়িকা হলেও পরিবারের কাছে আলু-ই আছেন।
সোনাক্ষী সিনহাঃ-
বলিউডে সোনাক্ষী সিনহা নিজের একটা আলাদা পরিচিতি বানাতে সক্ষম হয়েছে। তবে সোনাক্ষীর ঘনিষ্ঠরা তাঁকে ‘সোনা’ বলেই ডাকে।
বরুণ ধাওয়ানঃ-
হ্যান্ডসম অভিনেতা বরুণ ধাওয়ান তরুণ সমাজের হার্টথ্রব। কিন্তু বরুণের ফ্যানেরা জানেন কি আপনাদের প্রিয় অভিনেতার ডাকনাম পাপ্পু।
রণবীর কাপুরঃ-
রণবীর কাপুরকে তার দাদু রাজ কাপুর গ্যাংলু বলে ডাকতেন। বাকি ঘণিষ্ট মহলে ডাব্বু নামে ডাকা হয় রণবীরকে। কিন্তু মা নীতু সিং রণবীরকে রেমন্ড বলে ডাকেন।
অনুষ্কা শর্মাঃ-
অনুষ্কার নিজের নামেরই সংক্ষিপ্ত নাম হল নুসি। এই নামেই ঘণিষ্ঠ মহলে পরিচিত অনুষ্কা।
ঐশ্বর্য রাই বচ্চনঃ-
ঐশ্বর্য বলিউডে আসার পর অ্যাশ হয়েছেন। পরিবারের কাছে তিনি এখনও গুল্লু।
সোনম কাপুরঃ-
সোনম ছোটবেলা থেকেই লম্বা ছিল বলে তার বাবা অনিল কাপুর তাকে জিরাফ বলে ডাকত।
প্রিয়ঙ্কা চোপড়াঃ-
কখনও তিনি পিগিচপস, কখনও পিকি৷ কখনও আবার মিথ্যে বা মিমি। এ রকমই একাধিক ডাকনাম রয়েছে প্রিয়ঙ্কার।
মালাইকা আরোরাঃ-
মালাইকার রূপের যাদুতে ঘায়েল অনেকেই। তবে মালাইকাকে ভালোবেসে তাঁর আপনজনেরা ‘মাল্লা’ বলেই ডেকে থাকেন।
শিল্পা শেট্টিঃ-
শিল্পা একবার একটি অনুষ্ঠানে এসে জানান তাঁর ডাক নাম ‘মুদ্ধি’।
অক্ষয় কুমারঃ-
অক্ষয় কুমারকে অনেকে বলিউডের খিলাড়ি কুমার বলেন। তাঁর প্রকৃত নাম রাজীব ভাটিয়া। আর বন্ধুরা অক্ষয়কে ডাকেন রাজু বলে।