Advertisement

জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ স্নেহার চরিত্র অভিনয় করা কিউট মেয়েটি এখন পুরো পাল্টে গেছে, দেখুন তার লুকস

Advertisement

shreya sharma-is-too-hot look

এক সময়ে টেলিভিশনের পর্দায় সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘কসৌটি জিন্দেগি কে আজ’।এই শোয়ের প্রতিটি চরিত্রই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।এই শোয়ের প্রধান চরিত্রে ছিলেন অনুরাগ বসু এবং প্রেরণা শৰ্মা এবং ভিলেনের চরিত্রে ছিলেন কমলিকা।পরবর্তীকালে সিরিয়ালে টুইস্ট আনার জন্য মিস্টার বাজাজ এই শোএর অংশ হয়েছিলেন। সিরিয়ালে সমস্ত চরিত্র খুবই ভালো অভিনয়ের কারণে ধারাবাহিকটি সুপারহিট হয়েছিল।

Advertisement

154388093_2215024898631781_5044713868601526918_n

এই সিরিয়ালে মিস্টার বাজাজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন স্নেহা বাজাজ।ক্ষুদে শিল্পী হিসেবে স্নেহাও খুব ভালো অভিনয় করেছেন। তবে তাঁর আসল অভিনেত্রী শ্রেয়া শর্মা। অন্য অনেক অভিনেতার মতোই শৈশবেই টিভি সিরিয়ালে যোগ দিয়েছিলেন শ্রেয়া।তাঁর সুন্দর নিষ্পাপ শিশু চরিত্রের অভিনয় একসময় সকলের মন কেড়েছিলেন।এরপর অনেক টিভি সিরিয়ালে শিশু অভিনেত্রী হিসাবে কাজ করেছেন শ্রেয়া।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

270263788_3175658872759148_7091089649225493119_n

তবে বর্তমানে এই অভিনেত্রী অনেকটাই বড় হয়ে উঠেছেন। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে তার।অভিনেত্রী শ্রেয়া শৰ্মা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন। তবে তিনি এখন টিভি সিরিয়াল বা গ্ল্যামারাস জগত থেকে দূরে রয়েছেন।একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসাবে কাজ করছেন শ্রেয়া।অভিনেত্রী শ্রেয়া শৰ্মা জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছেন।সোশ্যাল মিডিয়াতে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের আপডেট প্রায়ই দিয়ে থাকেন। তাঁর ছবিগুলো শেয়ার হওয়া মাত্রই ব্যাপক ভাইরাল হয়ে যায়।

Join Join