Shruti Das Honeymoon – এখন কোথায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার

Shruti Das Honeymoon – টেলি পাড়ায় তাঁদের প্রেমের কথা জানেন না এমন লোক হয়ত নেই। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখেননি। এই জুটি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে অকপটে স্বিকার করেছেন। টেলি পাড়ার চর্চিত কাপল হল শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। ত্রিনয়নী সিরিয়ালের মাধ্যমেই অভিনেত্রী শ্রুতি দাস সকলের ঘরে ঘরে পরিচিতি লাভ করেছে। এই সিলিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। ত্রিনয়নী সিরিয়াল থেকেই আলাপ হয় শ্ৰুতি ও স্বর্ণেন্দুর। এরপর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।

Advertisements

তবে এই জুটির প্রেম অতটাও সহজ ছিল না, ত্রিনয়নী সিরিয়ালের পরিচালকমশাই নায়িকাকে প্রথমে অতটাও পছন্দ করতেন না। কিন্তু এই গল্পের নায়িকা ধীরে ধীরে নিজের পুরুষের মন জয় করে নেন। এরপরেই পরিচালকমশাই নায়িকার প্রেমে হাবুডুবু খান। এই মুহূর্তে রাঙা বউ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। এই সিরিয়াল পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বর্ণেন্দু।

এই জুটি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই বিয়ে করে নিয়েছেন। হঠাৎ করেই যে শ্রুতি স্বর্ণেন্দু বিয়ে করে বসবেন তা অনেকের কাছে শক হওয়ার মতো ব্যাপার। ৯ জুলাই প্রায় চুপিচুপিই বিয়েটা করেন শ্রুতি আর স্বর্ণেন্দু।বিয়ের জন্য তারা সাদা রঙের পোশাক বেছে নিয়েছিলেন। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এই জুটির তিন বছরের সম্পর্ক পূর্ণতা পেয়েছে। বিয়ে প্রসঙ্গে শ্রুতি জানান হুট করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা দুজনে। তাঁরা জীবনে কোন কিছুই প্ল্যান করে করেননি। হঠাৎ করেই সবটা হয়ে গিয়েছে।

Advertisements

আরও পড়ুন – Train Cancelled – ৩৫ দিনের জন্য বাতিল হচ্ছে লোকাল ট্রেন এই শাখায় দেখুন সেই লিস্ট।

একমাস আগেই শ্রুতি স্বর্ণেন্দুকে বিয়ে করার কথা জানান। শ্রুতির কথা শুনে স্বর্ণেন্দুও কোন আপত্তি করেননি।এরপর বাড়ির সবাইকে জানালাম যে বিয়ে করতে চাই, তোমাদের কোনও আপত্তি নেই তো? ওরাও কোন আপত্তি করেনি। প্রথমে ঠিক করেছিলাম শুধু আইনি বিয়েটা করব। কিন্তু স্বর্ণেন্দু নিজেই দিন তিনেক আগে দাবি করেন সই করার পাশাপাশি তিনি সিঁদুরও পরাবেন। তাই স্বর্ণেন্দু ইচ্ছে অনুযায়ী মালা বদল ও সিঁদুরদান হয়। দুই পরিবার ও কাছের কিছু বন্ধু উপস্থিত ছিল। তাঁরা ২০২৫ সালে সামাজিক বিয়ে সারবেন বলে জানিয়েছেন। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

সিরিয়াল নিয়ে ব্যস্ত দুজনেই, তবু সময় বের করে, মিনি হনিমুনে গেলেন তাঁরা। সিরিয়াল থেকে একটু ছুটি নিয়ে মিনি হানিমুনে বেরিয়ে পড়েছেন এই নব দম্পতি। ইনস্টাগ্রামে সেই ছবিও শেয়ার করেন অভিনেত্রী। হানিমুনে (Shruti Das Honeymoon) রওনা দেওয়ার সময় থেকে বিমানে ওঠার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি। তাঁরা মিনি হানিমুনে পাহাড়ে গিয়েছেন। বিশেষ ভ্রমণের জন্য শ্রুতি এবং স্বর্ণেন্দু জঙ্গলকে বেছে নিয়েছেন। তাঁরা ঘুরতে গিয়েছেন ডুয়ার্সে, অর্থাৎ তাদের ডেস্টিনেশন উত্তরবঙ্গ।

পাহাড়ি রাস্তায় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তাঁদের মিনি হানিমুনের (Shruti Das Honeymoon) সোহাগে আদরে ভরা ছবি দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। অনুরাগীরা লিখেছেন ‘দুজনকেই সুন্দর লাগছে’। শুধু তাই নয় অনুরাগীরা তাদের সুখী বিবাহিত জীবনেরও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন – Hilsa Fish Price – ইলিশের দাম সাধ্যের মধ্যে আসবে কি ? বাজারে যাওয়ার আগে জেনে নিন ইলিশের দাম কি রয়েছে

Advertisements
Join Join