Gold Rate Today – থমকে দাঁড়িয়ে সোনার বাজার, এই সুযোগে কিনে নিন

Advertisements

Gold Rate Today – সোনার প্রতি আকর্ষণ চিরকালীন। বিবাহ থেকে অন্নপ্রাশন, জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী, কোনো শুভ অনুষ্ঠানে এই হলুদ ধাতুর উপহার দেওয়ার চল রয়েছে। শুধু তাই নয়, সোনার অলংকারের প্রতি মহিলাদের টান বরাবর। তাই সাম্প্রতিক সময়ে সোনা কেনার আর নির্দিষ্ট দিন থাকে না। তবুও কিছু নির্দিষ্ট সময়ে সোনা ও রুপোর অলংকারের দাম (Gold Rate Today) বেড়ে যায়।

বিবাহ, ধনতেরাস উৎসবের সময় সবারই ইচ্ছা থাকে, সোনা বা রুপোর কোনো একটি অলংকার ক্রয় করার (Gold or Silver Ornaments) কিন্তু ইচ্ছা থাকলেই তো উপায় হয় না। তাই সোনা এবং রুপো বাজারে কিনতে যাওয়ার আগে বাজারদর জেনে নিতে হয়। বর্তমান সময়ে বিশ্ববাজারে সোনার দামের (Gold Rate Today) কিছুটা বৃদ্ধি ঘটলেও কলকাতা সহ রাজ্যের বাজারদর স্থিতিশীল অবস্থাতেই রয়েছে।

Advertisements

এই মুহূর্তে সোনা শুধুমাত্র সৌন্দর্য বা উপহারের জন্য ব্যবহৃত হয় না। সবচেয়ে ভালো বিনিয়োগ মাধ্যম হলো সোনা (Gold for Investment) ফলে সম্প্রতি সোনায় বিনিয়োগের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে।
সোনার দাম (Gold Rate Today) আন্তর্জাতিক বাজারে বেশ কিছুটা বেড়েছে। দুইদিন আগেই ১ ট্রয় আউন্স স্পট গোল্ড এর দাম ছিল ১৮৯৫.৫০ মার্কিন ডলার। পরের দিনেই সেটি সামান্য বেড়ে হয় ১৯০২.৮০ মার্কিন ডলার। আবার বৃহস্পতিবার তার দাম কিছুটা বেড়ে ১৯২১.১০ মার্কিন ডলার হয়েছে। এর ফলে দেশের বাজারে সোনার দাম কিছুটা উর্ধ্বমুখী।

আরও পড়ুন – Ayushman Card – এই প্রকল্পে আবেদন করেছেন ? মিলবে মাথাপিছু ৫ লক্ষ টাকার সুবিধা

Silver and Gold Rate Today Market Price.

এক নজরে এবার দিন কয়েকের সোনা ও রুপোর বাজার দর দেখে নেওয়া যাক (Gold and Silver Market Price)

শুক্রবার (২৫ আগস্ট, ২০২৩) তারিখে সোনার দাম (Gold Rate Today).
২৪ ক্যারাট সোনা- প্রতি 10 গ্রাম- 59 হাজার ২00 টাকা।
২২ ক‍্যারাটগহনার সোনা- প্রতি ১০ গ্রাম- ৫৬৫৫০ টাকা।
বৃহস্পতিবার- ২৪/ ৮/ ২০২৩ তারিখে সোনার দাম ছিল
২৪ ক্যারাট সোনা- প্রতি 10 গ্রাম- 59 হাজার 230 টাকা।
২২ ক‍্যারাটগহনার সোনা- প্রতি ১০ গ্রাম- ৫৪৩০০ টাকা।
দেখা যাচ্ছে, বুধবারের তুলনায় সামান্য একটু বেড়েছে। বুধবার ২৩/৮/২৩ তারিখে সোনার দাম ছিল
২৪ ক্যারেট- ১০ গ্রাম- ৫৯১৩০ টাকা।
২২ ক্যারেট গহনার সোনা- প্রতি ১০ গ্রাম- ৫৪২০০ টাকা।

তাল মিলিয়ে চলেছে রুপোর দাম (Silver Rate Today) তবে সামান্য দামও কমেছে।

শুক্রবার (২৫ আগস্ট, ২০২৩) তারিখে প্রতি কেজি রুপোর দাম – ৭৩ হাজার ৯০০ টাকা।
বৃহস্পতিবার ২৪/৮/ ২০২৩ তারিখে প্রতি কেজি রুপোর দাম ছিল- ৭৩ হাজার ৩০০ টাকা।
বুধবার ২৩/৮/২০২৩ তারিখে রুপোর দাম ছিল- ৭৩ হাজার ৫০০ টাকা প্রতি কেজি।
আন্তর্জাতিক বাজারে টানা সোনার দাম (Gold Rate Today) বৃদ্ধির জন্য দেশের বাজারে সামান্য একটু দাম বেড়েছে।

আরও পড়ুন – Duare Saree Scheme – বাংলায় ‘দুয়ারে শাড়ি” কর্মসূচি চালু হচ্ছে! পুজোর আগে সবাইকে পোশাক দেবে সরকার

Advertisements
Join Join