“করোনার কারণে অনেকেই হারিয়েছেন কাজ,” তাঁদের স্বনির্ভর করতে ই-রিকশা উপহার দেবেন সোনু সুদ

নিউজ ডেস্কঃ করোনার কারণে অনেকেই হারিয়েছেন কাজ।আর লকডাউনের সময় যেমন অভিনেতা সোনু সুদ বিভিন্ন ভাবে মানুষের জন্য ঝাঁপিয়ে পরে কাজ করেছেন।কখনো আটকে পরা মানুষদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেছেন তো কখনো চিকিৎসার ব্যবস্থা, তো কখনো তিনি ভার্চুয়াল পড়াশোনার ব্যবস্থাও করেছেন।নানান ভাবে মানুষের বিপদে তিনি ছিলেন মুসকিল আসান।এইসব কাজ করে পেয়েছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ।সম্প্রতি তিনি নিজের সম্পত্তি বন্দক রেখে ১০ কোটি টাকা পেয়ে গরিবের সেবামূলক কাজে নিয়োজিত করেছেন নিজেকে।
এবার অভিনেতার নতুন উদ্যোগ।তিনি করোনার কারনে কাজ হারানো ব্যাক্তিদের কিনে দিতে চান ই-রিক্সা।যাতে রিক্সা চালিয়ে মানুষ পেট চালাতে পারে এই উদ্যোগ অভিনেতার। রবিবার নিজের ইন্সটাগ্রামে তিনি লেখেন,”খুদ কামাও ঘর চালাও।”তিনি বলেছেন মানুষ এত ভালোবাসেন আমাকে তাই তাদের কাছ থেকে আর নিজেকে সরাতে পারিনি, “বেরোজগেরে মানুষের কথা মাথায় রেখে আমার এই উদ্যোগ “খুদ কামাও ঘর চালাও।
A small step today, for a big leap tomorrow. By providing free e-rickshaws that can be used to kickstart small businesses. A small effort to empower people to become self reliant. @ShyamSteelIndia #KhudKamaoGharChalaao#MaksadTohIndiaKoBananaHaihttps://t.co/hN5ERGVMqT pic.twitter.com/CuAum9vYyG
— sonu sood (@SonuSood) December 13, 2020
” ৪৭ বছর বয়সী এই অভিনেতা মনে করেন,”মানুষের দরকারে জিনিসপত্র দিয়ে উপকার না করে তাদের রোজগার করে দেওয়ার উপায় করে দেওয়া অনেক ভালো।”তিনি মনে করেন সংকটের দিনে মানুষের মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে রোজগার করা অনেক ভালো আর সেজন্যই এই উদ্যোগ।ই-রিক্সা চালিয়ে নিজেদের মতো ইনকাম করতে পারবে এবং সংসার চালাতে পারবে বলেই মনে করেন অভিনেতা।এশিয়ার বিপুল জনসেবার কারনে ৫০ জন অভিনেতার মধ্যে তিনি শীর্ষ তালিকায় আছেন।তিনি হয়ে উঠেছেন গরীবের ইশ্বর।তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে উঠেছেন এমন সমাজসেবামূলক কাজ করতে।