Home খেলার দুনিয়া হাতের বাইরে যাওয়া ম্যাচ ছিনিয়ে নিল চেন্নাই। অসম্ভবকে সম্ভব করলেন রবীন্দ্র জাদেজা।

হাতের বাইরে যাওয়া ম্যাচ ছিনিয়ে নিল চেন্নাই। অসম্ভবকে সম্ভব করলেন রবীন্দ্র জাদেজা।

নিউজ ডেস্কঃ এদিন কোলকাতা নাইড রাইডার্সের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম‍্যাচ ছিলো।কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইয়ের কাছে কার্যত হার স্বীকার করতে হলো কলকাতা নাইড রাইডার্সকে।প্রথমে ব‍্যাট করে ২০ওভারে ৫ উইকেটে ১৭২ রান করেছিল কলকাতা।যদিও হাতের বাইরে যাওয়া ম‍্যাচ ছিনিয়ে জিতে গেল চেন্নাই‌।সমস্ত কৃতিত্বটাই রবীন্দ্র জাদেজার জন্য।চেন্নাই জিতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছে গেল প্লে অফে।আর অপেক্ষায় থাকতে হলো কোলকাতাকে। ১৩ ম‍্যাচে ১২ পয়েন্ট করা দুবারের চ‍্যাম্পিয়নরা পাঁচ নম্বরে।আর একটি ম‍্যাচ রয়েছে।দ্বিতীয়,তৃতীয়, চতুর্থ স্হানে থাকা ব‍্যাঙ্গালোর,দিল্লি ও পাঞ্জাবের এখনো দুটো ম‍্যাচ বাকি রয়েছে।

আরও পড়ুন :  দীর্ঘদিন পর কাল থেকে শুরু আইপিএল, অন্তিম প্রস্তুতিতে মুম্বই-চেন্নাই

কলকাতা রান করার সময় ম‍্যাচের রাশ ছিল চেন্নাইয়ের হাতে।চেন্নাইকে আশায় রেখেছিল রতুরাজ গায়কোয়ার ও অম্বুতি রায়ুডুর।১৩.৪ ওভারে কামিন্সের বলে রায়ডু নিজের উইকেট ফেলে চেন্নাইকে বিপদে ফেলে দেন।সেই ওভারে দুটো বাউন্ডারি মেরে আউট হয়ে যান রাইডু।অন‍্যদিকে রতুরাজ ৩৭ বলে ৫০ রান করে দূর্দান্ত ইনিংস উপহার দেন।কামিন্সের ৫৩ বলে ৭২ রান করে বোল্ড হন রতুরাজ।যখন রতুরাজ ফেরেন তখন ১৭.২ ওভারে তখন চেন্নাইয়ের রান ছিল ৪ উইকেটে ১৪০।জেতার জন্য ৩০ রান দরকার ছিলো ১২ বলে।লকি ফাগুর্সন ১৯ তম ওভারে করলেন ২০ রান।আর ঠিক এমন করেই ব‍্যাটে ঝড় তুল্লেন জাদেজা।ছক্কা হাকিয়ে ম‍্যাচ এর সমাপ্তি ঘটালেন জাদেজা।(১১ বল ৩১ রান)

আরও পড়ুন :  কৈলাসের নারী বিদ্বেষী ট্যুইটের জবাব দিলেন বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরাত জাহান

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল