এবারে ভারতের বদলে আইপিএল(IPL- 2020) শুরু হয়েছে সূদূর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে।ভারতীয় সেনার উপর অযাচিত হামলা করে চিন সেনাবাহিনী আর তাতেই ঘটে বিপত্তি চিন বিরোধিতা শুরু হয় দেশ জুড়ে ফলে কার্যত চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো আইপিএল শুরুর আগ মূহুর্তে আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে যেতে বাধ্য হয়।
তবে সেই ধাক্কা সামলে নিয়ে স্বমহিমায় পূর্বের মতোই আইপিএল শুরু করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। পরপর কয়েকটি ম্যাচ সম্পন্ন হয়ে যাবার পর আজ আইপিএল এর চতুর্থ ম্যাচ যাতে অংশগ্রহণ করতে চলেছে চেন্নাই সুপারকিংস ও রাজস্হান রয়েলস।
এবার প্রশ্ন হলো ড্রিম ইলেভেন কি? এর উত্তরে বলা যায় ড্রিম ইলেভেন হলো মোবাইল ফ্যান্টাসি লিগ যা আইপিএলের টাইটেল স্পনসর।যেখানে আপনি নিজের মতো দল তৈরী করে বাজি ধরতে পারেন, জিততে পারলে হতে পারেন কোটিপতি ও!