SSC Recruitment Scam: SSC ‘দুর্নীতির’ জরুরী শুনানি রাতেই হাইকোর্টে, কেন মধ্যরাতে শুনানি হাইকোর্টে ?

SSC Recruitment Scam: স্কুল সার্ভিস কমিশনের(SSC)জরুরী নথি নষ্ট হতে পারে এই আশঙ্কায় চাকরীপ্রার্থীরা কোলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।রাত ১০টা ৩০ মিনিট থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেম্বারে শুরু হয়েছে শুনানি।
দিনভরের চুড়ান্ত উত্তেজনায় ইতি পরেনি এখনো উল্টে দুর্নীতির জরুরি নথি নষ্ট হতে পারে এই আশঙ্কায় মামলা করেছেন চাকরীপ্রার্থীরা।তাদের দাবি অবিলম্বে কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক। এই মামলার আর্জি ইতিমধ্যে গৃহিত হয়ে শুনানি শুরু হয়ে গিয়েছে।
এদিন অর্থাৎ বুধবার সকালে SSC মামলায় সিবিআই তদন্তের মোট সাতটি মামলার যথা কমিশনের গ্রুপ সি,গ্রুপ ডি,নবম,দশম নিয়োগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছিল সিবিআই।আর সেই নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ।
এরমধ্যেই সন্ধ্যায় ইস্তাফা দেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।নতুন চেয়ারম্যান নিয়োগ করা হলেও তথ্যপ্রমাণ লোপাট বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দারস্থ হন চাকরিপ্রার্থীরা।প্রধান বিচারপতি পঙ্কজ শ্রীবাস্তবের অনুমতি নিয়ে মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা।