আবার নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন Group B and Group C

আবার নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন(Staff Selection Commission)। গ্রুপ বি ও গ্রুপ সি( Group B and Group C)তে মোট ৬ হাজার ৫০৬ জন কর্মী নিয়োগ করবে কমিশন।যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টস অফিসার,অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার,অ্যাসিস্টেন্ট অডিট অফিসার,ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স,অ্যাসিস্টেন্ট এনফোর্সমেন্ট অফিসার,ট্যাক্স অ্যাসিস্টেন্ট, আপার ডিভিশন ক্লার্ক,সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট,অডিটর,সুপারিনটেনডেন্ট,ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট,অ্যাকাউন্টেন্ট,জুনিয়র স্টাটিস্টিক্যাল অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ হবে।আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন অনলাইনে।আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২১।আবেদনের আগে জেনে নিন আবেদনের সমস্ত খুটিনাটি বিষয়ে-
শিক্ষাগত যোগ্যতা:
নুন্যতম স্নাতক হলেই আবেদন করা যাবে এছাড়াও এবছর স্নাতকের ফাইনাল পরিক্ষা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স:
১ জানুয়ারি ২০২১ এর মধ্যে ১৮ বছর থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।তপশিলি জাতি ও উপজাতিদের বয়সে ৫ বছর ছাড় মিলবে এবং অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
বেতন:
২৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৫১ হাজার ১০০ টাকা।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ আগ্রহী প্রার্থীকে ১০০ টাকা ফি ব্যাঙ্কে জমা করতে হবে।এছাড়া তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের,বিশেষ শারিরীক ক্ষমতা সম্পন্ন ব্যাক্তিদের ও সার্ভিসম্যানদের কোনো ফি লাগবেনা।
আবেদনের পদ্ধতি:
https://ssc.nic.in আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
৩১ জানুয়ারি ২০২১ সালের মধ্যে।
এছাড়াও বিস্তারিত জানতে হলে উপরে দেওয়া ওয়েবসাইটে চোখ রাখুন।