Gold Price Today – সোনার গয়না পড়তে পছন্দ করে না এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে মহিলাদের সোনার গয়নার প্রতি আকর্ষণ একটু বেশিই থাকে। তাইতো দোকানে গিয়ে গয়না দেখে পছন্দ হলেই সাত পাঁচ ভাবনা চিন্তা না করেই পছন্দের গয়নাটি কিনে ফেলেন। তবে বর্তমানে দিন দিন সোনার দাম (Gold Price Today) যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তরা সোনা কেনার আগেই নিজের পকেটের কথা চিন্তা করেন। সোনার দাম যেন দিন দিন মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।
তবে সব বাঙালি মধ্যবিত্ত পরিবারেই কম বেশি সোনার গয়না (Gold) রয়েছে। উৎসবে অনুষ্ঠানে বা কোনও বিয়ের নিমন্ত্রণে একটু গয়না না পরলে কি হয়। আর তাছাড়া ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, সেই জন্য বাবা মায়েরা ছোটবেলা থেকেই অল্প অল্প করে সোনা কিনে রাখার চেষ্টা করেন। যাতে পরে দাম আরও বাড়লেও কোন অসুবিধায় পড়তে না হয়। আবার অনেক মধ্যবিত্ত দরকারের সময়ে হাতে থাকা সোনা বিক্রি করেই আর্থিক সঙ্কটের সামাল দেওয়ার চেষ্টা করেন।
অনেকে আবার একেবারে বিক্রি না করে বন্ধক রেখে আর্থিক সঙ্কট মেটানোর চেষ্টা করেন।পরে হাতে টাকা আসলেই তা ছাড়িয়ে আনেন। তাই বিপদের সময় সঞ্চয় হিসেবে মধ্যবিত্তরা সোনা কিনে ঘরে রাখেন। প্রায় প্রতিদিনই সোনার দাম (Gold Price Today)ওঠানামা করে। কখনও বাড়ে আবার কখনও কমে। আসলে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনা ও রুপোর বাজার দর।
তবে জুন মাসে সোনার দামে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। টানা এক সপ্তাহ ধরেই লাগাতার কমছে সোনার দাম (Gold Price)। জুন মাস জুড়েই সোনা-রুপোর দাম ক্রমাগত কমেছে। মাসের শেষেও এই ধারা অব্যাহত রয়েছে। অনেকেই রোজ সোনা-রুপোর (Gold price) দামের দিকে চোখ রাখেন। আপনিও সোনা কেনার কথা ভাবছেন কি? তাহলে কেনার আগে বাজারে সোনা-রুপোর সঠিক দাম (silver price) কত চলছে জেনে নিন।
২২ জুলাই এর সোনা-রুপোর (Gold Price Today) বাজারদর
শনিবার ২২ জুলাই, ২০২৩ কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯৩২ টাকা।এদিন ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৩০ টাকা।আর ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য ৫৩৯৮ টাকা দাম পাওয়া যাবে।
২৩ জুলাই, ২০২৩ এর সোনার দর (Gold Price Today).
রবিবার ২৩ জুলাই, ২০২৩ কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৬০১৬ টাকা।এদিন ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৫১৫ টাকা। আর ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য ৫৩৯৮ টাকা দাম পাওয়া যাবে। রবিবার ২৩ জুলাই, প্রতি ১ কেজি রূপার দাম ৭8000 টাকা রয়েছে।
আরও পড়ুন – Atal Pension Yojana – ৫৭৭ টাকা জমা করে বিবাহিত স্বামী-স্ত্রী মাসে ১০,০০০ টাকা অব্দি পেতে পারেন।